কর্ণাটকের ইনোভেশন অ্যান্ড টেকনোলজি সোসাইটি (কেআইটিএস), কর্ণাটক সরকারের তথ্য প্রযুক্তি, জৈবপ্রযুক্তি ও স্টার্টআপস, সফটওয়্যার টেকনোলজি পার্কস অফ ইন্ডিয়া (এসটিপিআই) এবং এমএম অ্যাক্টিভ সায়েন্স-টেক কমিউনিকেশনসের উদ্যোগে আয়োজন করা হয়েছে বেঙ্গালুরু টেক সামিট ২০২০ । আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । আজ সকাল ১১টায় সামিটের উদ্বোধন । আজ অর্থাৎ ১৯ নভেম্বর থেকে ২১ নভেম্বর অবধি টানা চলবে এই সম্মেলন । এই সম্মেলনে অংশ নেবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন, সুইস কনফেডারেশনের সহ-সভাপতি গাই পারমেলিন ছাড়াও আরও অনেক শীর্ষস্থানীয় আন্তর্জাতিক ব্যক্তিত্বরা । এছাড়াও এই সম্মেলনে যোগ দিতে চলেছে ২০০ টিরও বেশি ভারতীয় সংস্থা । থাকবেন ৪০০০-এর বেশি প্রতিনিধি, সম্মেলনে বক্তব্য রাখবেন ২৭০ জন । অংশগ্রহণে থাকবেন ৫০,০০০ জন । কোভিড পরিস্থিতি জয়ের পর বিশ্বের কাছে আসবে নানা চ্যালেঞ্জ । নতুন নতুন টেকনোলজিকে কাজে লাগিয়ে কিভাবে এই চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া যায় যেই বিষয়ের ওপরে আলোচনাকে কেন্দ্রে রেখেই এই সম্মেলনের প্রস্তুতি নিয়েছে কর্ণাটক সরকার ।
