আজ শুক্রবার সর্বদলীয় বৈঠকে করোনা ভ্যাকসিন নিয়ে আশ্বাসের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । কয়েক সপ্তাহের মধ্যেই তৈরি হয়ে যাবে করোনাভাইরাস টিকা। ৮ রকমের টিকা তৈরি হচ্ছে বলেও জানানো তিনি । আজ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ভিডিয়ো বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠক শেষে প্রধানমন্ত্রী জানান, প্রায় ৮টি টিকার ট্রায়াল চলছে যেগুলি ভারতে তৈরি হতে চলেছে । ভারতের তিনটি টিকা বিভিন্ন ধাপে রয়েছে । বিশেষজ্ঞদের মতে খুব শীঘ্রই আসতে পারে ভারতীয় টিকা ।

বিজ্ঞানীদের থেকে সম্মতি মেলার সঙ্গে সঙ্গেই সরকার টিকাকরণের কাজ শুরু করে দেবে বলে জানিয়েছেন মোদী । টিকা বাজারে আসলে প্রথম ধাপে স্বাস্থ্যকর্মী, ফ্রন্টলাইন ওয়ার্কার্স ও অসুস্থ বৃদ্ধ-বৃদ্ধারা প্রথমে এই টিকা পাবেন । সস্তা ও সুরক্ষিত টিকা পাওয়ার আশায় সারা বিশ্ব ভারতের প্রতি আশাবাদী । আর সেই লক্ষ নিয়েই এগোচ্ছে দেশ ।