দেশজুড়ে করোনা বেড়েই চলেছে| তাই এই সংকটকালীন পরিস্থিতিতে করোনা প্রতিরোধে সাহায্য করবে দেশের সেনাবাহিনী।এমনটাই জানালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। তিনি বলেন, সেনাবাহিনীর উচিত দেশের সমস্ত মুখ্যমন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করে তাদের প্রয়োজন অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। দেশে করোনা সংক্রমণ বৃদ্ধির এই গুরুতর পরিস্থিতিতে সেনাবাহিনীকে তাদের চিকিৎসা পরিকাঠামোজনিত অত্যাধুনিক সুযোগ সুবিধা সাধারণের জন্য খুলে দিতে অনুরোধ করেছেন রাজনাথ। করোনা প্রতিরোধের ব্যাপারে মঙ্গলবারই রাজনাথ সেনাপ্রধান জেনারেল এম এম নরবণের সঙ্গে কথা বলেছেন। প্রতিরক্ষা সচিব এবং ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও-র প্রধানের সঙ্গেও কথা বলেছেন রাজনাথ। সূত্রের খবর, তিন শীর্ষ পদাধিকারীকেই তিনি বলেছেন, তাঁদের যাবতীয় সুযোগ সুবিধা দেশবাসীর সুবিধার্থে অবারিত করে দিতে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথের এই নির্দেশ পেয়েই যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে দিয়েছেন সেনাবাহিনী। দিল্লিতে সাধারণ নাগরিকদের করোনা চিকিৎসার জন্য ডিআরডিও-র ৫০০ বেডের হাসপাতাল খুলে দেওয়া হয়েছে।সুতরাং, মানুষের সেবাতে সেনাবাহিনীদের এগিয়ে আসতে বলেছেন প্রতিরক্ষা মন্ত্রী ।
সাহায্যের হাত বাড়িয়ে দিন, সেনাবাহিনীর উদ্দ্যেশে রাজনাথের আবেদন । এম ভারত নিউজ
Read Time:2 Minute, 3 Second