কৃষি বিল নিয়ে মুখ খুললেন মোদী । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 25 Second

কৃষি বিল নিয়ে বিক্ষোভ থামেনি । এর মধ্যেই বেশ কয়েক দফা বৈঠক হয়েছে বিক্ষোভকারীদের সঙ্গে কেন্দ্রের । এবার প্রধানমন্ত্রী নিজে এই আইনের মুল উদ্দেশ্য ব্যখ্যা করলেন কৃষকদের সামনে । সাংবাদিক বৈঠকে বুঝিয়ে দিলেন এই আইনের মুল অর্থ । কি কি সুযোগ-সুবিধা পাবেন কৃষকরা এবং তার ফলে কতটা কি উন্নতি হবে ভারতের তথা কৃষি ক্ষেত্রের সবটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তিনি বলেন, নতুন বাজারে সুবিধা পাবেন কৃষকরা । কৃষি ক্ষেত্রের উন্নতিতেই নতুন আইন । এই আইনে নতুন প্রযুক্তির সাহায্য পাবেন কৃষকরা । ডিজিটাল প্ল্যাটফর্মে কৃষকরা সামগ্রী কিনতে এবং বিক্রি করতে পারবেন । এই আইনের ফলে কৃষিতে বিনিয়োগ বাড়বে । কৃষি উন্নতিতে সমস্ত বাধা দূর হবে । ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর চাষিদেরও সুবিধা হবে ।

এর ফলে কৃষকরা পাবেন নতুন নতুন বিকল্প । গ্রামীন কৃষি আধারিত আর্থ সামাজিক পরিস্থিতির উন্নতির কথা চিন্তা করেই এই নতুন উদ্যোগ । দেশের বিভিন্ন সংস্থার বিনিয়োগ কৃষিক্ষেত্রকে আরও উন্নত করবে । শুধুমাত্র ভারতের কোটি কোটি মানুষই যে সাহায্য পাবেন তাই নয় এমনকি বিদেশি সম্পর্কও গড়ে উঠবে । মহামারির জন্যে যা যা ক্ষতি হয়েছে তাকে পুরন করতে হবে । আরও বেশি করে খাটতে হবে । বিশ্বাস রাখতে হবে এই নতুন আইনে । যা বড় থেকে ছোট কৃষি ক্ষেত্রকে আরও উন্নত করবে । কৃষি আধারিত ভারতকে আরও উন্নত করবে । বিশ্বের দরবারে নতুন রূপে তুলে ধরবে ।

তবে কি এই সাংবাদিক বৈঠকের পরে আন্দোলনরত কৃষকরা বুঝবেন এই নয়া আইনের অর্থ, উদ্দেশ্য নাকি বিক্ষোভ জারি রাখবেন সেটাই প্রশ্ন ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

সপরিবারে সম্পন্ন গৌরব-দেবলীনার বৌভাত । এম ভারত নিউজ

বুধবার দ্বিতীয়বারের জন্য সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়। জীবনসঙ্গী হয়েছেন অভিনেত্রী তথা নৃত্যশিল্পী দেবলীনা কুমার। শুক্রবার ছিল তাঁদের বৌভাত পর্ব। এদিন ভাবনীপুরে মহানায়ক উত্তম কুমারের আদি বাড়িতেই আয়োজন করা হয়েছিল ঘরোয়া অনুষ্ঠান। করোনার জন্য বড় করে অনুষ্ঠান করতে পারেননি নবদম্পতি। তাই আগামী বছর মার্চ-এপ্রিল নাগাদ বড়ো করে রিসেপশন […]

Subscribe US Now

error: Content Protected