কৃষি বিল নিয়ে বিক্ষোভ থামেনি । এর মধ্যেই বেশ কয়েক দফা বৈঠক হয়েছে বিক্ষোভকারীদের সঙ্গে কেন্দ্রের । এবার প্রধানমন্ত্রী নিজে এই আইনের মুল উদ্দেশ্য ব্যখ্যা করলেন কৃষকদের সামনে । সাংবাদিক বৈঠকে বুঝিয়ে দিলেন এই আইনের মুল অর্থ । কি কি সুযোগ-সুবিধা পাবেন কৃষকরা এবং তার ফলে কতটা কি উন্নতি হবে ভারতের তথা কৃষি ক্ষেত্রের সবটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তিনি বলেন, নতুন বাজারে সুবিধা পাবেন কৃষকরা । কৃষি ক্ষেত্রের উন্নতিতেই নতুন আইন । এই আইনে নতুন প্রযুক্তির সাহায্য পাবেন কৃষকরা । ডিজিটাল প্ল্যাটফর্মে কৃষকরা সামগ্রী কিনতে এবং বিক্রি করতে পারবেন । এই আইনের ফলে কৃষিতে বিনিয়োগ বাড়বে । কৃষি উন্নতিতে সমস্ত বাধা দূর হবে । ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর চাষিদেরও সুবিধা হবে ।

এর ফলে কৃষকরা পাবেন নতুন নতুন বিকল্প । গ্রামীন কৃষি আধারিত আর্থ সামাজিক পরিস্থিতির উন্নতির কথা চিন্তা করেই এই নতুন উদ্যোগ । দেশের বিভিন্ন সংস্থার বিনিয়োগ কৃষিক্ষেত্রকে আরও উন্নত করবে । শুধুমাত্র ভারতের কোটি কোটি মানুষই যে সাহায্য পাবেন তাই নয় এমনকি বিদেশি সম্পর্কও গড়ে উঠবে । মহামারির জন্যে যা যা ক্ষতি হয়েছে তাকে পুরন করতে হবে । আরও বেশি করে খাটতে হবে । বিশ্বাস রাখতে হবে এই নতুন আইনে । যা বড় থেকে ছোট কৃষি ক্ষেত্রকে আরও উন্নত করবে । কৃষি আধারিত ভারতকে আরও উন্নত করবে । বিশ্বের দরবারে নতুন রূপে তুলে ধরবে ।
তবে কি এই সাংবাদিক বৈঠকের পরে আন্দোলনরত কৃষকরা বুঝবেন এই নয়া আইনের অর্থ, উদ্দেশ্য নাকি বিক্ষোভ জারি রাখবেন সেটাই প্রশ্ন ।