Read Time:1 Minute, 0 Second
ফের রাজনৈতিক মহলে শোকের ছায়াকরোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান প্রশাসক স্বপন ঘোষ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর । তাঁর দাদাও করোনায় আক্রান্ত হয়েছিলেন যদিও তিনি এখনও সুস্থ ।
জানা গেছে দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি । তিন বছর আগে কিডনি প্রতিস্থাপন করা হয় তাঁর। করোনা রিপোর্ট পজেটিভ এলে তাঁকে প্রথমে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় পরে তাঁকে বাঙুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রাত দুটো নাগাদ এম আর বাঙুর হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
