
গতকাল ৭২ তম সাধারণতন্ত্র দিবসের দিনে ,কুচকাওয়জের পর কথা ছিল কৃষক দের ট্রাক্টর মার্চের । পরবর্তীতে সাধারণতন্ত্র দিবসের দিন দিল্লিতে ট্র্যাক্টর ব়্যালির সময় যে বিক্ষোভ ছড়িয়েছিল, তার জেরেই এই অ্যাকাউন্টগুলি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে টুইটারের তরফে জানানো হয়েছে। বিক্ষোভের সময় যে সমস্ত টুইটারে অ্যাকাউন্টগুলি সোশ্যাল মিডিয়ার প্রাইভেট পলিসিকে ভঙ্গ করেছে অথবা ম্যানুপুলেট করে নিজেদের কাজে লাগিয়েছে এই সমস্ত অ্যাকাউন্টগুলি টুইটার কর্তৃপক্ষের প্রধানের তরফ থেকে বন্ধ করে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে ।

টুইটারের মুখপাত্র জানিয়েছেন , প্রত্যেকটি সোশ্যাল মিডিয়ার একটি নির্দিষ্ট প্রিভেসি পলিসি থাকে। সে ক্ষেত্রে সেই প্রিভেসি পলিসি ব্রেক করে যারা হিংসা ছড়াবে বা হুমকি দেবে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে টুইটার কর্তৃপক্ষের তরফ থেকে। স্প্যাম এবং প্ল্যাটফর্ম ম্যানুপুলেশনের সঙ্গে জড়িত একাউন্ট গুলিকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার কথা বলেছেন টুইটার প্রধান। গত 26 শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিনে দিল্লির রাজপথে পৌঁছানোর জন্য ব্যারিকেড ভাঙ্গেন কৃষকরা। কিসান ট্রাক্টর সমাবেশে রাজধানীর বেশ কয়েকটি জায়গায় ভাঙচুরও হয়। ঘটনায় বেশ কিছু সরকারি ও ব্যক্তিগত সম্পত্তি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে খবর। ইতিমধ্যে ২৫ টির বেশি এফআইআর নথিভুক্ত হয়েছে পাশাপাশি আহত হয়েছেন চার হাজারের বেশি পুলিশকর্মী।এই আবহেই আগামী ১ ফেব্রুয়ারি সংসদ অভিযান বাতিল ঘোষণা করেছেন স্বরাজ ইন্ডিয়ার প্রধান যোগেন্দ্র যাদব।