দেশের ৭২ তম প্রজাতন্ত্র দিবসে সাধারণ মানুষের উদ্দেশ্যে শুভেচ্ছা জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এব্যাপারে তিনি টুইট করেছেন। বলেছেন, “ভারতের সমস্ত মানুষকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা, জয় হিন্দ”। পাশাপাশি করোনা সংক্রমনের জেরে জাঁক জমকের প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে দেশে । উপস্থিত থাকছেন না কোনো বিদেশি অতিথি । এমনকি লন্ডনের প্রধানমন্ত্রী বরিস জনসন আসতে পারেননি। ভিডিওর মাধ্যমে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা পাঠিয়েছেন। পাশাপাশি তিনি এও বলেছেন খুব শীঘ্রই তিনি ভারত সফরে আসবেন।

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ স্বাধীনতা আন্দোলনের আইকন নেতাজি সুভাষ চন্দ্র বোসকে উত্সর্গ করেছিলেন। নাগরিকদের একটি খুব সুখী প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে বন্দ্যোপাধ্যায় সবাইকে “সংবিধানের সমস্ত আদর্শকে রক্ষা, সংরক্ষণ ও অনুসরণ করার” প্রচেষ্টা করতে হবে বলে টুইট করেছেন।

মুখ্যমন্ত্রীর পাশাপাশি একে একে সকল বিধায়ক ও মন্ত্রীমন্ডলীকেও দেখতে পাওয়া যায় একে একে দেশবাসীকে শুভেচ্ছাবার্তা দিতে। দেব, মিমি, নুসরত তাদের টুইটার একাউন্টের মাধ্যমেও শুভেচ্ছাবার্তা দেন। তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিনেত্রী বলেন, কেউ যেন কারও কণ্ঠরোধ করতে না পারেন। প্রত্যেকে যেন সৎ, শ্রদ্ধাশীল হতে পারেন একে অপরের প্রতি, প্রজাতন্ত্র দিবসে সেই অঙ্গীকারই করা হোক বলেও মন্তব্য করেন মিমি।