
বঙ্গ নির্বাচন ২০২১ এর আগে গেরুয়া শিবিরের শীর্ষ নেতাদের বারবার বঙ্গে আগমন এখন এক নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে । কিছুদিন আগেই বিজেপিতে সদ্য যোগদান করা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের নির্বাচনী প্রচারের জন্য বঙ্গে এসেছিলেন বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ । আজ আবার এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থানীয় বিএনএর ময়দানে বক্তব্য রাখগলেন তিনি । ইতিমধ্যে কড়া নিরাপত্তায় মুরে ফেলা হয়েছে সভাস্থল পাশাপাশি সভাস্থল পরিদর্শনে সকাল থেকেই উপস্থিত রয়েছেন রাজ্য বিজেপি নেতা দিলীপ ঘোষ। কিছুদিন আগে ব্রিগেডের মাঠে দাবি করা হয়েছিল , ভিড় ছাড়াবে কুড়ি লক্ষ। আজ আবারও দাবি করা হল এদিনের ভিড় ছাড়াতে চলেছে রেকর্ড মাত্রাকে।

আজকে কর্মসূচিতে অন্তর্গত হয়েছে কয়েকটি বিশেষ স্থান। সাধারণত দিল্লি থেকে এসে দমদম এয়ারপোর্টেই নামেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। সেখান থেকেই রেসকোর্সের পথে চলে তার হেলিকপ্টার । তবে এবার কর্মসূচি ভিন্ন । প্রথমেই খড়গপুরের ট্রাফিক ময়দানের হেলিপ্যাডে নামল প্রধানমন্ত্রীর বিশেষ হেলিকপ্টার। সেখান থেকে গোলবাজারের রাস্তা ধরে বেলা ১১টা নাগাদ বিএনআর ময়দানের সভাস্থলে পৌঁছলেন প্রধানমন্ত্রী । খড়গপুর থেকে প্রার্থী হয়েছেন সদ্য বিজেপিতে নাম লেখানো অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় আর তারই সমর্থনে আজ সভা করতে এসেছিলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি । এই মঞ্চে দাঁড়িয়ে তিনি জোর দিয়ে বলেন, এবার বাংলার মানুষকে আসল পরিবর্তন দেখাবেন তিনি ।