বিহারে এনডিএ আসনরফা। জেডিইউ ১৬, বিজেপি কত? এম ভারত নিউজ

admin

নীতীশ কুমারের দল প্রতিদ্বন্দ্বিতা করবে ১৬টি আসনে

0 0
Read Time:2 Minute, 6 Second

সোমবার বিহারে এনডিএ-র আসন রফায় চূড়ান্ত হল। নীতীশ কুমারের জেডিইউ-এর থেকে বেশি আসনে লড়বে বিজেপি। পদ্মপার্টি যে ধীরে ধীরে নীতীশের দলের মাটি খেয়ে ফেলবে তা জেডিইউ নেতা কর্মীরা ভালোই বুঝছেন। কিন্তু তাদের হাতে উপায়ই বা কী। বিহারে ৪০টি লোকসভা আসন। যার মধ্যে ১৭ আসনে লড়বে বিজেপি। নীতীশ কুমারের দল প্রতিদ্বন্দ্বিতা করবে ১৬টি আসনে। এনডিএ-র অপর শরিক চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি ৫টি আসনে লড়বে। এছাড়াও জিতেন রাম মাঝির হিন্দুস্তান আওয়াম মোর্চা এবং উপেন্দ্র কুশওয়াহার দল আরএলএম লড়বে করে একটি করে আসনে।

NDA seals Bihar seat-sharing deal: BJP to contest 17 seats, JD(U) 16

বিজেপি প্রার্থী দিচ্ছে পশ্চিম ও পূর্ব চম্পারন, ঔরঙ্গাবাদ, মধুবনী, আরারিয়া, মুজফ্ফরপুর, মহারাজগঞ্জ, সারান, উজিয়ারপুর, বেগুসরাই, নওয়াদা, পাটনা সাহিব, পাটলিপুত্র, আররাহ, বুক্সার এবং সাসারামে। অন্যদিকে জেডিইউ লড়বে বাল্মীকি নগর, সিথামারি, ঝঞ্ঝরপুর, সুপাল, কিসানগঞ্জ, কাটিহার, পুর্নিয়া, মেধাপুরা, গোপালগঞ্জ, সিবান, ভাগলপুর, বাঁকা, মুঙ্গের, নালন্দা, জাহানাবাদ এবং সেওহারে। আসন রফার খবর জানিয়ে জেডিইউ সাধারণ সম্পাদক সঞ্জয় ঝা বলেন, ‘খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসন ভাগভাগি চূড়ান্ত করেছেন। গোটা প্রক্রিয়া হয়েছে বন্ধুত্বপূর্ণভাবে।’

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বিজেপিতে যোগ কংগ্রেস নেতা সৈয়দ জাফরের। এম ভারত নিউজ

উল্লেখ্য, বিধানসভা ভোটে এই রাজ্যে বিজেপি জয়লাভ করে

Subscribe US Now

error: Content Protected