বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 41 Second

দুর্গাপুর স্টেশনের আগেই ভয়াবহ ক্ষতির হাত থেকে বাঁচল ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। রেললাইনে ভয়াবহ ফাটল। দুর্গাপুর স্টেশনেই দীর্ঘ দেড় ঘন্টার জন্য দাঁড় করিয়ে রাখা হল অন্যতম গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ব্ল্যাক ডায়মন্ডকে। বরাতজোরে রক্ষা পেল এই এক্সপ্রেসটি। আজ সন্ধ্যে বেলায় দুর্গাপুর স্টেশনে পৌঁছে যায় ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। তবে তার আগেই ওই একই রুটের পাস করে সেনাবাহিনীর একটি বিশেষ ট্রেন । তবে দুর্গাপুর স্টেশন থেকে রওনা হওয়ার পরেই লাইনে বিশেষ বিপত্তি থাকার কারণে অস্বাভাবিক ঝাকুনির মুখে পড়তে হয় ট্রেনটিকে। পরিস্থিতি বেগতিক বুঝেই দ্রুত পানাগর স্টেশনে সতর্ক বার্তা পৌঁছে দেন এই ট্রেনের চালক। আর তারপরই রেল বিভাগের আধিকারিকদের উপস্থিতিতে দ্রুত মেরামতি শুরু করা হয় রেল লাইনে।

প্রসঙ্গত উল্লেখ্য, লাইনে বেগতিক অবস্থার কারণে দুর্গাপুর স্টেশনে দাঁড় করিয়ে রাখা হয় ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসকে। জানা যায় ঝাড়খণ্ডের ধানবাদ থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল এই ট্রেনটি । তবে সেনাবাহিনীর এই ট্রেনটি বিশেষ সমস্যার মুখোমুখি হওয়ায়, বড়োসড়ো বিপত্তি এড়াতেই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রেল মন্ত্রকের তরফে। জানা যায় রেললাইনে একটি বড়সড় ফাটলের কারণেই এই ঝাঁকুনি সৃষ্টি হয়েছিল। ফাটলের পরিমাণ এতটাই বড় ছিল যে ভয়াবহ বিপত্তির মুখে পড়তে পারত ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসটি। এমনকি লাইনচ্যুত হওয়ার সম্ভাবনাও ছিল বলে জানা গিয়েছে। আর সেই কারণেই ভয়াবহ বিপদ এড়াতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করেছেন রেল দফতরের কর্মীরা। পরবর্তীতে লাইন ঠিক করে ফের দুর্গাপুর থেকে রওনা দেয় ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

আজ বিকেলেই বৈঠকে মোদী-মমতা । এম ভারত নিউজ

আজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী-মমতা সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে আজ বিকাল ৫টায় । এই জরুরী বৈঠক দিল্লিতে প্রধানমন্ত্রীর দফতরে হবে বলেই জানা গিয়েছে । আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা করার সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে যে, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সীমান্তবর্তী […]

You May Like

Subscribe US Now

error: Content Protected