সশস্ত্র বাহিনীকে আরও সবল ও মজবুত করতে ২.২৩ লক্ষ কোটি টাকার সামরিক সরঞ্জাম সংগ্রহের অনুমোদন প্রতিরক্ষা মন্ত্রকের। ঘটনা প্রসঙ্গে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, এই উদ্যোগ প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরতার লক্ষ্যে এক নয়া মোড়। এ’দিন সামাজিক মাধ্যম এক্সে ( পূর্বতন টুইটার) মোদী লেখেন, “দেশের সশস্ত্র বাহিনীর অপারেশনাল দক্ষতা বাড়ানোর জন্য এই উদ্যোগ খুবই সময়ানুযায়ী।
সরকারি সূত্রে জানা গিয়েছে, এই বিপুল পরিমাণ অর্থের ৯৮ শতাংশ বা ২.২ লক্ষ কোটি টাকা তোলা হবে দেশীয় ক্ষেত্র থেকে। প্রতিরক্ষা সামগ্রী কেনার ক্ষেত্রে, এত বড় বরাত এর আগে পায়নি দেশীয় সংস্থাগুলি। যদিও উৎপাদনকারীদের সঙ্গে Acceptanc of Necessity চুক্তি এবং দাম নিয়ে দরাদরি এখনও বাকি রয়েছে। যেটা সময় সাপেক্ষ। যদিও কেন্দ্রের একটি সূত্র জানাচ্ছে, বিদেশ থেকে কিনতে গেলে আরও সময় লাগত। তবে বিদেশ থেকে কিনলে যে সময় লাগে, তার তুলনায় অনেক কম সময়ে দেশীয়ভাবে এই বিপুল সংখ্যক সারঞ্জাম কেনার প্রক্রিয়া সম্পন্ন হবে।