৯ বছরেই জলের তলায় সুন্দরবন ? । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:1 Minute, 50 Second

দ্রুত গতিতে বাড়ছে সামুদ্রিক জলস্তর। আর এক দশকের মধ্যেই ডুবে যেতে পারে সুন্দরবন। সেই সঙ্গে ২০৩০ সালের মধ্যেই জলের স্রোতে ভেসে চলে যেতে পারে পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, কেরালা, গুজরাটের উপকূলবর্তী এলাকাগুলি। এই তথ্য উঠে এসেছে এক মার্কিন সংস্থার গবেষণায় ।

ক্লাইমেট চেঞ্জ নামের ওই সংস্থার দাবি, আগামী ন’বছরের মধ্যেই সমুদ্রের নিচে চলে যাবে কলকাতা, মুম্বই সহ ভারতের চারটি শহর সংলগ্ন উপকূলবর্তী এলাকা । ওই রিপোর্টে জানানো হয়েছে যে, সুন্দরবনের প্রায় পুরোটাই তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বলা হয়েছে, প্রায় পুরোটাই ভেসে যেতে পারে নভি মুম্বইয়ের। এদিকে কলকাতার মতোই হবে কটকেরও হাল । অর্থাৎ মাত্র এক দশকের মধ্যেই কলকাতার খুব কাছ দিয়েই বইতে পারে সমুদ্রের জল। পরিস্থিতি যে অত্যন্ত বিপদজনক হয়ে উঠেছে তা বলাবাহুল্য।

প্রসঙ্গত উল্লেখ্য, প্রকৃতি ক্রমশ বদলে যাচ্ছে বিশ্ব উষ্ণায়নের জেরে। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জেরে অতি দ্রুতহারে বরফ গললে খুব শীঘ্রই ভারতের বেশ কিছু শহর জলের তলায় চলে যাবে। ফলত, সব মিলিয়ে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের কাছে বৃষ্টিই আতঙ্কের অন্য নাম হয়ে দাঁড়িয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

'উজ্জ্বলা যোজনা' নিয়েও নাজেহাল দেশবাসী । এম ভারত নিউজ

উজ্জ্বলা যোজনা নিয়ে এবার দুর্নীতি চলছে গোটা দেশজুড়ে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্ন কথা এই উজ্জ্বলা যোজনা নিয়েও এবার দুর্নীতির অভিযোগ দেশবাসীদের। প্রসঙ্গত উল্লেখ্য, দেশের বিভিন্ন গ্রামের আনাচে-কানাচে বসবাসকারী দরিদ্র মহিলাদের বিনামূল্যে গ্যাসের কানেকশন দিয়ে একটু শাস্তির আশ্বাস দিতেই এই প্রকল্প চালু করেছিলেন দেশের প্রধানমন্ত্রী। দেশবাসীর দাবি সম্পূর্ণ বিনামূল্যেই এই […]

Subscribe US Now

error: Content Protected