Read Time:1 Minute, 4 Second

আন্তঃরাষ্ট্র সন্ত্রাসবাদ দমনে একজোট হয়ে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হল ভারত এবং বাংলাদেশের পুলিশ বাহিনী। ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে মঙ্গলবার এবিষয়ে আলোচনা চলে। সেখানেই গৃহীত হয় এই সিদ্ধান্ত। এর ফলে দুদেশের মধ্যে সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধ হতে পারে, এমনটাই আশা করছে ভারত-পাকিস্তানের পুলিশ আধিকারিকরা। সূত্রের খবর, বৈঠকে আলোচনা চলে জালনোট, অস্ত্র, মাদক এবং মানুষ পাচার এবং আন্তঃসীমান্ত সন্ত্রাস নিয়ে। দুদেশের পলাতক জঙ্গিদের চিহ্নিত করে তাদের খুঁজে বের করে গ্রেপ্তারির বিষয়েও আলোচনা হয়েছে। দুদেশের পুলিশকর্তারাই জঙ্গি দমনে কড়া পদক্ষেপ নিতে তৎপর হয়েছে।