মনিপুর ইউনিটে বিজেপির তরফে নয়া সভাপতি হলেন সারদা দেবী। ভারতীয় জনতা পার্টির সভাপতি জে পি নাড্ডা, ইতিমধ্যেই মনিপুর ইউনিটের বিজেপির সভাপতি হিসেবে সারাদা দেবীকে নিয়োগের শংসাপত্রে সীলমোহর দিয়েছেন। বিজেপি তরফে দেওয়া একটি বিবৃতিতে ভারতীয় সাধারণ সম্পাদক অরুন সিংহ জানিয়েছেন , গত ২০ জুন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা শংসাপত্রের স্বাক্ষর করেছেন। করোনাকালে মৃত্যু হয়েছিল মনিপুরের প্রাক্তন সভাপতি সাইখোম তিকেন্দ্রা সিংয়ের। এবার তিকেন্দ্রা সিং-এর জায়গায় সভাপতিত্ব করবেন মনিপুর ইউনিটের বিজেপির নয়া সভাপতি সারদা দেবী ।
প্রসঙ্গত উল্লেখ্য মনিপুর ইউনিটের পাশাপাশি আসাম ইউনিটের সভাপতি হলেন ভবেশ কালিটা। দলীয় সূত্রে জানা গেছে আজ জারি করা এই সাংগঠনিক আবেদনপত্রে স্বাক্ষর করেছেন ভারতীয় সাধারণ সম্পাদক অরুন সিংহ । এছাড়াও জানা যায় এই আবেদনপত্র জমা পড়ার সঙ্গে সঙ্গেই তা কার্যকর করা হয়। প্রকাশিত এক বিবৃতিতে জানা যায়, বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা ইতিমধ্যেই ভবেশ কালিটাকে নিয়োগ করেছেন । জানা যাচ্ছে আগামী দিনে ভবেশ কলিটা রাজ্য মন্ত্রী রনজিৎ কুমার দাসের পরিবর্তে কাজ করবেন। বিধানসভা নির্বাচন ২০২১-এ ভারতীয় জনতা পার্টি আসামে ১২৬ টি আসনের মধ্যে ৭৫ টি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে।