পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি প্রতিবাদে যৌথ মিছিল করল বাম ও কংগ্রেস। বৃহস্পতিবার বিকেলে সদর হাওড়ার শিবপুর কাজিপাড়া থেকে হাওড়া ময়দান পযর্ন্ত কয়েক কিলোমিটার পদযাত্রা করে দুদলের কর্মী-সমর্থকরা। তাদের দাবি, গত কয়েকমাসে পেট্রোল,ডিজেল,রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ করতে হবে। কেরোসিনের ওপর ভুর্তুকি প্রত্যাহার করা, দেশের বেকার যুবকদের কর্মসংস্থান সুনিশ্চিত করা, নয়া কৃষি আইন প্রত্যাহার করতে হবে। এদিনের পদযাত্রায় এসকল দাবি তোলে তারা। একইসঙ্গে সদ্য প্রকাশিত কেন্দ্রীয় বাজেটকে দেশ বেচার বাজেট বলেও কটাক্ষ করে বাম ও কংগ্রেস কর্মী সমর্থকরা।
এদিন সিপিআইএম-এর জেলা সম্পাদক বিপ্লব মজুমদারের বলেন,”নির্বাচনের জন্য বামফ্রন্ট কর্মীরা লড়াই করে না, লড়াই করে সাধারণ মানুষের জন্য। তাঁর অভিযোগ, বিজেপি সরকারের শাসনকালে অতিষ্ঠ দেশের কৃষক থেকে সাধারণ মানুষ। তাঁর মতে, কেরোসিনের ভর্তুকি প্রত্যাহার করায় সমস্যা পড়ছেন দরিদ্র পরিবারগুলি। আর এই অবস্থা থেকে বামেরাই পারে এই সরকারের ভ্রান্তনীতিকে টলাতে।
এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন আরএসপি নেতা কাশীনাথ মুখোপাধ্যায়, সিপিআই নেতা তাপস খাঁড়া,ফরোয়ার্ড ব্লক নেতা অরুণ পাল, জগন্নাথ ভট্টাচার্য সহ অন্যান্যরা। পদযাত্রা শেষে হাওড়া ময়দান এলাকায় জেলা গ্রন্থাগারের সামনে প্রতিবাদ সভা করে বাম-কংগ্রেস নেতৃত্ব।