প্রতিদিনের খাদ্য শুধু কাঁচ ! চাঞ্চল্যকর ঘটনা পুরুলিয়ায় ৷ এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 58 Second

নিজস্ব প্রতিনিধি,পুরুলিয়া : সম্প্রতি সামনে এসেছে এক চাঞ্চল্যকর ঘটনা৷ ঘটনাটি জনসমক্ষে আসার পর থেকেই তা নিয়ে চলছে চর্চা৷ কাঁচ বস্তটি সকলেরই চেনা৷ মানবশরীরে এই কাঁচ সামান্য ফুটলেও শুরু হয় অসহ্য যন্ত্রণা৷ হয় রক্তক্ষরণও৷ তবে এই কাঁচ খেয়ে দিনের পর দিন রীতিমতো পেট ভরাচ্ছেন পুরুলিয়ার এক বাসিন্দা৷ ওই ব্যক্তির নাম অনিরুদ্ধ সিং পাতর৷ তার বাড়ি পুরুলিয়ার পুঞ্চা ব্লকের কৈড়া গ্রামে৷ স্থানীয় সূত্রে জানা গেছে , অনিরুব্ধ বাবুর ছেলেবেলা কেটেছে চূড়ান্ত দারিদ্রের মধ্যে৷ আর্থিক অনটন চরম সীমায় পৌঁছেছিল৷ দু’বেলা খাওয়া জুটত না প্রায় দিনই৷ তাই খিদের জ্বালা মেটাতে কাঁচ খাওয়া শুরু করেন তিনি৷ বর্তমানে কাঁচই তার প্রতিদিনের খাদ্য৷ এই ঘটনা চিন্তার ভাঁজ ফেলেছে বিজ্ঞানীদের৷ অবাক হয়েছেন চিকিৎসকেরাও৷ দীর্ঘদিন কাঁচ খেয়েও কিভাবে তিনি বেঁচে আছেন তা নিয়ে চিন্তিত বিশেষজ্ঞমহল৷ তার এই কাঁচ খাওয়ার ভিডিও ঝড় তুলেছে নেটদুনিয়ায়৷ নিমেষেই হয়ে পড়েছে ভাইরাল৷

ভিডিওতে দেখা গেছে যে , টিউবলাইট,বাল্ব থেকে শুরু করে কাচের বোতল সবই চিবিয়ে খেয়ে নিচ্ছেন ওই ব্যক্তি৷ এমনকি দীর্ঘদিন কাঁচ হজম করে দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছেন৷ চিকিৎসকদের মতে, কাঁচ একটি মানবশরীরের জন্য সাংঘাতিক ক্ষতিকারক৷ সামান্য ছোট এক টুকরো কাঁচ পেটে গেলেও শুরু হয়ে যেতে পারে রক্তক্ষরণ৷ ঘটতে পারে মৃত্যুও৷ অনিরুদ্ধ বাবুর কাঁচ খাওয়া নিয়ে আলোচনা করেন পারিপার্শ্বের গ্রামের বাসিন্দারাও৷ ওই ব্যক্তির কাঁচ খাওয়া বিষয়ে মন্তব্য করেন পুঞ্চা ব্লকের বিএমওএইচ নবকুমার বিশ্বাস৷ তিনি বলেন, “কাঁচ খেয়ে তা হজম করা এক অর্থে অসম্ভব৷ এটি মোটেই স্বাভাবিক ঘটনা নয়৷ বরং, এটি মানসিক রোগ৷”

এমনকি তিনি এও বলেন যে “পাইকা” নামক রোগের শিকার হতে পারেন অনিরুদ্ধ সিং পাতর৷ সাথে বিষয়টি নিয়ে অনুসন্ধান করবেন বলেও জানান নবকুমার বিশ্বাস

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

লালিগায় মুখোমুখি রিয়েল মাদ্রিদ-ওসাসুনা। এম ভারত নিউজ

চির প্রতিপক্ষ বার্সেলোনাকে তাঁদেরই মাঠে ২-১ গোলে হারানোর পর এবার লালিগায় ওসাসুনার মুখোমুখি হতে চলেছে রিয়াল মাদ্রিদ। স্পেনের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে বৃহস্পতিবার রাত ১:০০ (ভারতীয় সময় অনুযায়ী) শুরু হতে চলেছে রিয়েল মাদ্রিদ-ওসাসুনা দ্বৈরথ। এই ম্যাচের জেরে কার্যত উত্তেজনায় ফুটতে শুরু করেছে ফুটবল মহল। এই ম্যাচটি আপাত পক্ষে ভীষণ গুরুত্বপূর্ন রিয়াল […]
Sports, Football

Subscribe US Now

error: Content Protected