নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া : বাঁকুড়া তালডাংরা বিধানসভা কেন্দ্রের ভালুকবাসা গ্রামের গ্রামবাসীদের ভোট বয়কটের ডাক। “বুথ দিন ভোট নিন” এই দাবিতে সরব হয়েছেন ভালুকবাসা গ্রামের গ্রামবাসীরা। আজ সকাল থেকেই তালড়াংরা বিধানসভার পার্শ্ববর্তী ৪৩ নম্বর রাঙ্গামাটি গ্রামে ভোট দিতে যায়নি গ্রামের ৬০০ জন গ্রামবাসী। সাংবাদিকদের তরফ থেকে জিজ্ঞেস করা হলে তাঁরা বলেন, গ্রামে প্রাথমিক বিদ্যালয় থাকা সত্বেও কোন রকম কর্মী নিয়োগের সুবিধা পান না তাঁরা।দীর্ঘদিন ধরে প্রশাসনিক স্তরে জানিয়েও কোনো লাভ হয়নি। ভোট গ্রহণ শুরু হওয়ার ৬ মাস আগেই মাননীয় ডিএম এবং অন্যান্য আধিকারিকদের কাছে জানিয়েছেন তাঁরা তবে তাতে কোনো লাভ হয়নি। তাই অবশেষে এই ভোট বয়কটের সিদ্ধান্ত। তাঁরা বলেন তাদের গ্রাম থেকে ভোট গ্রহণ কেন্দ্রটি দুই থেকে আড়াই কিলোমিটার দূরে সে ক্ষেত্রে গ্রামের মেয়েদের পক্ষে এত দূর পর্যন্ত যাতায়াত করে ভোট দেওয়া অসম্ভব ,আর যেখানে নিজস্ব গ্রামে সুবিধা রয়েছে সেখানে বুথ না করার কারণ জানতে চেয়ে আন্দোলন জারি রাখার হুমকি দিয়েছেন তাঁরা। আগামী দিনে যদি ভালুকবাসা গ্রামে ভোটবুথ না হয় সেক্ষেত্রে এই ভোট বয়কট জারি থাকবে আগামী দিনেও এমনটাই জানালেন গ্রামবাসীরা।
পৃ্থক বুথের দাবীতে ভোট বয়কটের ডাক গ্রামবাসীদের । এম ভারত নিউজ
Read Time:2 Minute, 3 Second