করোনার তৃতীয় ঢেউয়ে বেসামাল অবস্থা গোটা দেশ সহ ভারতেরও । দৈনিক যে হারে সংক্রমণ ছড়াচ্ছে তাতে আতঙ্কিত কেন্দ্র ও রাজ্য সরকার। সবচেয়ে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। এর মধ্যেই আরও ভয়ঙ্কর খবর শোনালেন বস্টন বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞানী।
বস্টন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী লিওনার্ডো মার্টিনেজের আশঙ্কা করছেন, ওমিক্রনের পর আবারও করোনার শক্তিশালী ভ্যারিয়েন্টের দাপট বাড়াতে পারে গোটা বিশ্বে। ফলে কোনও ভাবেই বলা যাচ্ছে না কবে এই কোভিডের থাবা থেকে মুক্তি পাওয়া যাবে?
কোভিড তার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে বার বার ফিরে আসছে। যখন কোনও ভাইরাস সংক্রমিত হয় তখন সেটির মিউটেশনের সুযোগ এসে যায়। এই পরিস্থিতিতে ওমিক্রন তাদের সংক্রমণের প্রায় শেষের দিকে। ভ্যাকসিন দেওয়ার পরও এই ভ্যারিয়েন্ট দ্রুত ছড়াচ্ছে।
লিওনার্ডো মার্টিনেজ সংবাদমাধ্যমে জানিয়েছেন, যত দ্রুত গতিতে ওমিক্রন ছড়াবে ততই তার মিউটেশন হওয়ার সম্ভাবনা বাড়বে। এর ফলে তৈরি হতে পারে আরও ক্ষতিকারক ভ্যারিয়েন্ট। লক্ষ্য করাতে হবে এই প্রজাতিকে আটকানো যাচ্ছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি পরিসংখ্যান অনুযায়ী জানুয়ারীর ৩-৯ তারিখ পর্যন্ত গোটা বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন দেড় কোটি মানুষ। গত সপ্তাহের তুলনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধির হার ৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ওমিক্রনই শেষ ভ্যারিয়েন্ট নয়, আশঙ্কা বিজ্ঞানীদের । এম ভারত নিউজ
Read Time:2 Minute, 14 Second