এবার মদন মিত্র মাতলেন রাস উৎসবে । এম ভারত নিউজ

Mbharatuser

‘কালারফুল বয়’ মদন মিত্রকে এবার দেখা গেল অন্য রূপে। শান্তিপুরে সঙ্গীতশিল্পীর সম্মান হাতে নিয়ে কামারহাটির তৃণমূল বিধায়ক নিজেও মাতলেন এবং সকলকে মাতালেন । মঞ্চে শুধু কৃষ্ণনাম গাওয়া নয়, ‘কালারফুল’ মদন মিত্র শান্তিপুরের গঙ্গায় বসন্তমিলন করারও প্রতিশ্রুতি দিলেন ।

0 0
Read Time:2 Minute, 30 Second

‘কালারফুল বয়’ মদন মিত্রকে এবার দেখা গেল অন্য রূপে। শান্তিপুরে সঙ্গীতশিল্পীর সম্মান হাতে নিয়ে কামারহাটির তৃণমূল বিধায়ক নিজেও মাতলেন এবং সকলকে মাতালেন । মঞ্চে শুধু কৃষ্ণনাম গাওয়া নয়, ‘কালারফুল’ মদন মিত্র শান্তিপুরের গঙ্গায় বসন্তমিলন করারও প্রতিশ্রুতি দিলেন ।

ইতিমধ্যে তিনি বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন ফেসবুক লাইভের দৌলতে। তাঁর গলায় একাধিক রবীন্দ্রসঙ্গীত শোনা গিয়েছে । প্রসঙ্গত, রাজ্যে শিল্পী থেকে রাজনীতিবিদ হওয়ার অজস্র উদাহরণ রয়েছে। তবে সচরাচর দেখা যায় না রাজনীতিবিদ থেকে শিল্পী হওয়ার নজির । শান্তিপুরের একটি ক্লাব শিল্পী সম্মানে ভূষিত করেছে তৃণমূল বিধায়ক মদন মিত্রকে । যা পেয়ে আপ্লুত মদন মিত্র। এমনকি তিনি দাবি করেন এই সম্মান তাঁর জীবনের অন্যতম শ্রেষ্ঠ সম্মান। নিজস্ব ভঙ্গিতেই মঞ্চে উঠে বললেন, বিধায়ক হয়েছি, মন্ত্রী হয়েছি, স্বপ্ন ছিল শিল্পী হব, সেটাও হয়ে গেলাম, জীবনে চাওয়া পাওয়া আর কিছু থাকল না।একইসঙ্গে শিল্পী সম্মান দেওয়ার জন্য কামারহাটির বিধায়ক ‘শান্তিপুর পূর্ণিমা মিলনী ক্লাব’কে ধন্যবাদ জানিয়ে বলেন, পূর্ণিমা মিলনকে বসন্ত মিলনে পরিণত করুন।

প্রসঙ্গত উল্লেখ্য, বিধায়ক মদন মিত্র কলকাতার গঙ্গাবক্ষে সখীদের সঙ্গে বসন্ত উৎসব পালন করলেও তা শান্তিপুরের মা-দিদিমাদেরও মন ছুঁয়ে গিয়েছে। এবার, মদন মিত্র প্রতিশ্রুতি দিলেন শান্তিপুরের গঙ্গাবক্ষে বসন্ত উৎসব পালন করারও । এর পাশাপাশি তিনি ত্রিপুরার ঘটনা নিয়ে বিজেপিকে আক্রমণ করেন। সোজাসাপ্টা কথার ধারেই তিনি বুঝিয়ে দেন ত্রিপুরাতে খেলা চলছে আর খেলা হবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

অবশেষে জামিনে মুক্ত লালার চার সহযোগী । এম ভারত নিউজ

অবশেষে জামিন পেলেন কয়লা চোরাচালান মামলায় (Coal Scam Case) অনুপ মাজি ওরফে লালার চার সহযোগী জয়দেব মণ্ডল, নীরদবরন মণ্ডল, গুরুপদ মাজি ও নারায়ণ নন্দা । ৫৬ দিন পর সিবিআই আদালত শর্তসাপেক্ষ জামিনে মুক্তি দিল লালার চার সহযোগী জয়দেব, নীরদবরণ, নারায়ণ ও গুরুপদকে।

Subscribe US Now

error: Content Protected