0
0
Read Time:1 Minute, 16 Second
হাওড়ার জগতবল্লভপুরে যখন রবিবার কৃষি আইনের বিরোধিতায় মিছিল করছে তৃণমূল। তখন জেলার আমতা এলাকায় কৃষি আইনের সমর্থনে মিছিল করল বিজেপি। এদিন কৃষি আইনের সমর্থনের বিজেপির অভিযোগ, একশো দিনের কাজের প্রাপ্য টাকা থেকে বঞ্চিত হয়েছেন শ্রমিকরা, আমফানে ক্ষতিগ্রস্তদের প্রাপ্য টাকা থেকে বঞ্চিত করেছে রাজ্যের শাসকদল। এদিনের তারও প্রতিবাদ দেখানো হয়।
এদিন গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া উত্তর বিধানসভার অন্তর্গত আমতা বেতাই বন্দর এলাকায় প্রতিবাদ সভা করে গ্রামীণ হাওড়া জেলা বিজেপি নেতৃত্ব। উপস্থিত ছিলেন বিজেপি কেন্দ্রীয় কমিটির সদস্য জয় বন্দ্যোপাধ্যায়, জেলা সভাপতি প্রত্যুষ মণ্ডল, প্রাক্তন জেলা সভাপতি শিবশঙ্কর বেজ,উলুবেড়িয়া উত্তর বিধানসভা ১ নং মণ্ডল সভাপতি তন্ময় ধারা সহ অন্যান্যরা।