0
0
Read Time:1 Minute, 21 Second
আবারও ভয়াবহ ঘূর্ণিঝড়ের সম্মুখীন হতে চলেছে দক্ষিণবঙ্গ, এমনটাই খবর আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি নিম্নচাপ যেটি ঘূর্ণাবর্তের আকার নিয়ে আছড়ে পড়তে পারে সুন্দরবনের বুকে। আগামী রবিবার ২৩শে মে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় যশ। গত কয়েকদিন ধরেই ভ্যাপসা গরমে গলদঘর্ম অবস্থা দক্ষিণবঙ্গ বাসীর। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে আগামী ২-৩ দিন আরও বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের জেলা গুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে উত্তর বঙ্গের জেলা গুলিতে। আলিপুর মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, এই ঘূর্ণিঝড়টি এই মাসের শেষের দিকে আছড়ে পড়লে প্রবল ঝড় বৃষ্টি হতে চলেছে দক্ষিণবঙ্গে। ঘূর্ণিঝড়ের তীব্রতা হতে পারে গত বছর আছড়ে পড়া আমফান ঝড়ের চেয়েও বেশি।