
প্রকাশিত হল পত্রিকা ‘পালক’ । কলেজস্ট্রিট ‘বই-চিত্র’ সভা গৃহ থেকে প্রকাশিত হল এই পত্রিকা যার সম্পাদনায় রয়েছেন অঙ্কিতা ঘোষ, ইন্দ্রিয় চক্রবর্তী এবং শুভব্রত চৌধরী। অসাধারন একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই পত্রিকা প্রকাশিত হয় । ‘মেঘের পালকে’র এই সুন্দর প্রচেষ্টা প্রশংসনীয় ।

এখানে শুধুমাত্র কলকাতা নয়, রাজ্য নয় সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে লেখক-লেখিকাদের প্রতিভা যেমন তুলে ধরা হয়ছে তেমনই পাঠক-পাঠিকাদের কাছেও নতুন স্বাদ এনে দেওয়া হয়ছে । এই দিনের অনুষ্ঠানে সভা গৃহে উপস্থিত ছিলেন চিরন্তন মুখার্জি, ইন্দ্রনীল মন্ডল, সঞ্জয় সাহা, সঞ্জয় চক্রবর্তী, চন্দন নস্কর সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা ।

‘মেঘের পালকে’র সদস্যদের ডাকে সাড়া দিয়ে বহু মানুষ এই পত্রিকাকে সাফল্য পেতে সাহায্য করেছে এবং আপন করে নিয়েছে । আজকের এই ইঁদুর দৌড়ের যুগে মানুষ অতিরিক্ত যান্ত্রিক হয় উঠছেন পাশাপাশি ভুলে যাচ্ছেন নিজের সখ, ভালোবাসা, ইচ্ছের কথা । সেই জায়গায় দাঁড়িয়ে কোন স্বার্থ ছাড়াই শুধু ভালোবেসে সবাইকে কাছে টেনে নিয়েছে ‘মেঘের পালক’ । পাশাপাশি যথেষ্ট ভালোবাসা কুড়িয়েছে নয়া পত্রিকা ‘পালক’ও ।
