কোভিড পরিস্থিতিতে সেফহোম চালুর উদ্যোগ বেলুড়মঠ কর্তৃপক্ষের । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 9 Second

করোনার দ্বিতীয় ধাক্কায় বেসামাল পরিস্থিতি দেশজুড়ে। রাজ্যের কোভিড আক্রান্তের দৈনিক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজারে।এমতাবস্থায় করোনা পরিস্থিতি সামাল দিতে সরকারি ও বেসরকারি হাসপাতাল গুলির পাশাপাশি এবার এগিয়ে এল রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ। এদিন একটি বিজ্ঞপ্তি জারি করে আগামী ১ লা জুন থেকে ৫০টি শয্যা বিশিষ্ট সেফ হোম চালুর কথা ঘোষনা করেন বেলুড় মঠ ও মিশনের সম্পাদক স্বামী দিব্যানন্দ মহারাজ। বেলুড়,বালি সহ আসেপাশেরর এলাকার সাধারণ মানুষের সুবিধার্থে রামকৃষ্ণ মঠ ও মিশনের সারদা শিল্পমন্দির পলিটেকনিক কলেজে এই সেফহোম চালুর কথা ঘোষণা করা হয়।

এই সেফ হোমে ২৪ ঘন্টা অক্সিজেনের পাশাপাশি করোনায় আক্রান্ত রোগীদের সাহায্যে সর্বদা থাকবেন দুজন চিকিৎসক ও ৮ জন নার্স। এছাড়াও আরো অতিরিক্ত ৬ জন চিকিৎসক থাকবেন বলে জানা গেছে। জেলা স্বাস্থ্য দপ্তরের সাথে নিয়মিত যোগাযোগের পাশাপাশি রোগীদের খাওয়াদাওয়ার ব্যবস্থা করবে মিশন কর্তৃপক্ষ। চিকিৎসায় অবনতি হওয়া রোগীদের কোভিড হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থাও করবে মিশন কর্তৃপক্ষই। প্রসঙ্গত, এর আগেও করোনা পরিস্থিতিতে নানা ভাবে মানুষের জন্য কাজ করেছে রামকৃষ্ণ মিশন। এবার এই সেফ হোমের মাধ্যমে উপকৃত হবেন ওই এলাকার কয়েক হাজার মানুষ, এমনটাই মত বিশেষজ্ঞদের।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বেলাগাম করোনা পরিস্থিতি, রাজ্যে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা । এম ভারত নিউজ

রাজ্যে বেলাগাম করোনা পরিস্থিতি। সেই সঙ্গে উদ্বেগ বাড়াচ্ছে ক্রমশ কমতে থাকা সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত ১৯ হাজার ৪৩৬জন, মৃত্যু হয়েছে ১২৭ জনের। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১৮ হাজার ২৪৩ জন। রাজ্যে বর্তমানে সুস্থতার হার ৮৫.৮৯ শতাংশ। দেশের ভয়াবহ করোনা পরিস্থিতিতে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে […]

Subscribe US Now

error: Content Protected