0
0
Read Time:57 Second
বিয়েতে জামাইকে একি উপহার দিলেন শাশুড়ি! শুনলে চমকে যাবেন আপনিও। জামাইকে ‘একে ৪৭’ উপহার দিলেন শাশুড়ি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে।
ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, বিয়ের আসরে এক মহিলা এগিয়ে আসছেন বর-কনের দিকে। পাশের কাউকে বললেন, উপহারটা এগিয়ে দিতে। এবার ওই মহিলা সেই উপহার নিয়ে তুলে দিলেন বরের হাতে। তখনই দেখা যায় ওই মহিলা বরের হাতে একটি ‘একে ৪৭’ রাইফেল তুলে দিলেন। উপহার পেয়ে কার্যত হতবাক জামাইবাবা। যা দ্রুত ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। কিন্তু কেন এমন উপহার তা অবশ্য জানা যায়নি।