0
0
Read Time:1 Minute, 14 Second
প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছিল প্রিয় ক্লাব PSG অর্থাৎ Paris Saint-Germain Football Club। জেতার আশা যোগাচ্ছিলেন এমব্যাপে, নেমার, ডি মারিয়ারা। লিসবনে দর্শক শূন্য মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হলেও প্যারিসের পার্ক ডে প্রিন্সেস স্টেডিয়ামে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার আয়োজন করা হয়েছিল। সেখানেই জড়ো হয়েছিলেন প্রায় ৫ হাজার PSG সমর্থক । ফাইনালে ৫৯ মিনিটে কিংসলে কোমানের একটি মাত্র গোলেই জিতে যায় বায়ার্ন মিউনিখ। আর তাতেই চটে যান PSG-র সমর্থকরা। মাঠের মধ্যেই শুরু হয়ে যায় দু-দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ । পুলিশের সঙ্গেও সংঘর্ষে জড়ান সমর্থকরা । আগুন ধরিয়ে দেওয়া হয় একাধিক গাড়িতেও । এই ঘটনায় অন্তত ১৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে ।