মেয়ের খেলা দেখতে টিভির সব ক’টি চ্যানেলই সাবস্ক্রাইব করলেন বাবা । এমনই কাণ্ড ঘটিয়েছেন টোকিও অলিম্পিক্সে ভারতীয় জিমন্যাস্টিক্স দলের একমাত্র প্রতিনিধি প্রণতি নায়েকের বাবা শ্রীমন্ত নায়েক । যেখানে আমাদের পছন্দের চ্যানেল রাখতে গিয়েই আমরা নাজেহাল হয়ে পড়ছি সেখানে টিভির সমস্ত চ্যানেল নেওয়া কি চারটি খানি ব্যাপার । না, একেবারেই নয়, এটা সম্ভব শুধুমাত্র ভালোবাসায় । মেয়ের প্রতি বাবার ভালোবাসাই আজ দেখিয়ে দিল সবই সম্ভব ।

পিংলার মেয়ে প্রণতি নায়েক এবারের অলিম্পিকে ভারতীয় জিমন্যাস্টিক্স দলের একমাত্র প্রতিনিধি । আগামী ২৫ জুলাই তাঁর খেলা, আর মেয়ের খেলা কোন চ্যানেলে দেখাবে তা জানেননা প্রণতির বাবা শ্রীমন্ত নায়েক। আর তাই ঐতিহাসিক মুহূর্ত মিস না করতেই কেবল অপারেটরকে বলে সমস্ত টিভি চ্যানেলেরই সাবস্ক্রিপশন নিয়ে ফেলেছেন তিনি। শুধু পরিবার নয় প্রণতির সাফল্য দেখতে উৎসুক গোটা গ্রাম তথা গোটা দেশ ।