নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ জোটের ব্রিগেডে আজ কার্যত শহরে জনজোয়ার । কাতারে কাতারে মানুষ সমাবেশে যোগ দিলেও সংখ্যাটা এই মুহূর্তে বলা মুস্কিল । তবে, স্তব্ধ হাওড়া স্টেশন ও সাঁতরাগাছি ব্রিজ। সকাল থেকেই ব্রিগেডমুখী হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বর্ধমান সহ একাধিক জেলার কর্মী সমর্থকরা। বিভিন্ন জেলা থেকে মিছিল করে আসতে শুরু করে বাম, কংগ্রেস ও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বহু কর্মী ও সর্মথকরা। ট্রেন,বাস সহ বিভিন্ন গাড়িতে আসা কর্মী সর্মথকরা প্ল্যাকার্ড, দলীয় পতাকা হাতে নিয়ে ও মুখে ‘টুম্পা সোনা’ স্লোগান তুলে মিছিল করে ব্রিগেডের দিকে তাঁরা রওনা দেন। মিছিলের জেরে কোনা এক্সপ্রেসওয়ে থেকে ধর্মতলাগামী রাস্তা ও সাঁতরাগাছি ব্রিজ এলাকায় কার্যত তীব্র যানজটে আটকে নিত্যযাত্রী থেকে ব্রিগেড মুখী জোটের কর্মীরা। উলুবেড়িয়া থেকে নৌকায় চেপেও ব্রিগেডের উদ্দেশে রওনা দিতে দেখা যায় কর্মীদের। অতএব সাড়ে সাত লক্ষের জন সমাগমের আশা নিয়ে এগোলেও খুব একটা নিরাশ হতে হবে না বাম-কংগ্রেস-আইএসএফকে তা বলাই বাহুল্য ।
