
সোমবার নারদা কান্ডে গ্রেফতার হয়েছেন তৃণমূলের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম,সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র এবং প্রাক্তন তৃণমূল নেতা শোভন চট্টোপাধ্যায়। ব্যাঙ্কশাল আদালতে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ভার্চুয়াল শুনানি। এই মামলায় নেতাদের তরফে আইনজীবী রয়েছেন সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু চার্জশিট আগেই জমা দেওয়া হলেও তারপর এখন গ্রেফতারি কেন, এবার সিবিআই-এর বিরুদ্ধে এই প্রশ্ন তুললেন বিচারপতি নিজেই।
এদিন ভার্চুয়াল শুনানি চলাকালিন সিবিআই-এর তরফে আদালতে আবেদন জানানো হয় এই চার নেতার ১৪ দিনের সম্পুর্ণ হেফাজতের জন্য। এরই প্রত্যুত্তরে বিচারপতি অনুপম মুখোপাধ্যায় সিবিআইকেই পালটা তলব করেন যে চার্জশিট জমা পড়ার পরও কেন গ্রেফতার করা হল এই নেতাদের। তিনি আরও বলেন যে চার্জশিট জমা পড়ার পর আর কোনোভাবেই কোনোরকম জেরা করার বাকি থাকতে পারেনা। তাই এই গ্রেফতারি অযৌক্তিক এবং অকারণ। আপাতত চলছে শুনানি।
এই গ্রেফতারির প্রতিবাদে পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকেরা। সিবিআই দপ্তরের সামনে ধর্ণায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। দেশের এই করোনা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের ব্যর্থতা ঢাকতে এবং মানুষের মনোযোগ অন্য দিকে ঘোরাতেই এমন চক্রান্ত কেন্দ্রের, এমনটাই মনে করছেন অনেকে। যদিও অনেকেরই দাবী রাজ্যে বিধানসভা ভোটে হারের বদলা নিচ্ছে কেন্দ্র সরকার।