রাজ চক্রবর্তীর মনোনয়নে অশান্ত ব্যারাকপুর, চলল ইট বৃষ্টি । এম ভারত নিউস

user
0 0
Read Time:2 Minute, 4 Second

চিত্র পরিচালক রাজ চক্রবর্তী মনোনয়নপত্র জমা দেওয়া কে কেন্দ্র করে রণক্ষেত্রের আকার নেয় ব্যারাকপুর। ২০২১ এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্যারাকপুর প্রার্থী রাজ। বুধবার রাজ চক্রবর্তী মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য যখন ব্যারাকপুরের মহকুমা শাসকের অফিসের ঢোকেন তখনই এলাকায় ছড়ায় উত্তেজনা। বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে লেগে যায় তুমুল সংঘর্ষ। বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার কথা ছিল ব্যারাকপুরের তৃণমূল এবং বিজেপি প্রার্থীদের। আর এই দিনই সকাল থেকেই তৃণমূল এবং বিজেপি কর্মীদের দফায় দফায় সংঘর্ষে কার্যত রণক্ষেত্রে চেহারা নেয় ব্যারাকপুর। চলে ইটবৃষ্টি।

বুধবার অভিনেত্রী স্ত্রী শুভশ্রী কে সাথে নিয়ে র‍্যালি করে মহকুমা শাসকের অফিসে মনোনয়নপত্র জমা দিতে যান রাজ। তিনি মহকুমা শাসকের অফিসে ঢোকার পরই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। শুরু হয় তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষ। তৃণমূলের তরফে অভিযোগ রাজ চক্রবর্তীকে এদিন হেনস্থা করেন বিজেপি কর্মীরা। তৃণমূল নেতা উত্তম দাস অভিযোগ জানিয়েছেন যে বিজেপি কর্মীরাই আক্রমণ করে তৃণমূল কর্মীদের উপর। এছাড়াও এক তৃণমূল সমর্থকের আত্মীয়ের গাড়িতে ভাঙচুর করা হয়েছে বলেও উঠেছে অভিযোগ। পুরো ঘটনাটিকে অবশ্য পূর্বপরিকল্পিত হিসেবেই দেখছে ঘাসফুল শিবির।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

রাত পোহালেই বিধানসভা ভোট নন্দীগ্রামে। কুরুক্ষেত্রে জয় হবে কার? এম ভারত নিউস

রাত পোহালেই বিধানসভা ভোট নন্দীগ্রামে। একুশের এই বিধানসভা ভোটকে ঘিরে একপ্রকার কুরুক্ষেত্রের চেহারা নিয়েছে নন্দীগ্রাম। একদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে মমতার প্রাক্তন ছায়াসঙ্গী এবং বর্তমান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। গত ডিসেম্বরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু। তারপর তাঁকে বিজেপির পক্ষ থেকে প্রার্থী করা হয় নন্দীগ্রাম […]

Subscribe US Now

error: Content Protected