0
0
Read Time:1 Minute, 25 Second
কয়েকদিন আগেই নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, সবরকমের বিধি, মেনে যদি কেন্দ্র মেট্রো পরিষেবা ও লোকাল ট্রেন পরিষেবা চালাতে চায় তাহলে রাজ্যের কোনও আপত্তি নেই । তবে, পরিষেবা শুরু করার আগে রাজ্যের সঙ্গে একবার আলোচনা করে নিতে হবে । শোনা যাচ্ছে শুধু মেট্রো নয়। এক্সপ্রেস ট্রেনের সংখ্যা আরও বাড়িয়ে কিছু কিছু লোকাল ট্রেনও চালানো হবে।
আপাতত অল্প সংখ্যায় লোকাল ট্রেন চালানোর পরিকল্পনা করা হলেও, ভীড় ঠেকানো যাবে কিনা বলা যাচ্ছে না । তবে এ ক্ষেত্রে যদি অনেকগুলি ট্রেন চাআনো যায় সেক্ষেত্রে ভীড় এবং সামাজিক দূরত্ব বজায় রাখা যেতে পারে । শুক্রবার এই বিষয়ে রেল বোর্ডের চেয়ারম্যান বিনোদ কুমার যাদবকে চিঠি লিখে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়জানান, বিধি মেনে রেল ও মেট্রো পরিষেবা চালালে রাজ্যের কোনও আপত্তি নেই ।