তবে কি এবার জোট বাঁধতে চলেছে আরজেডি আর তৃণমূল ? তেমনটা হলে বলাই যায় বিরোধী পক্ষের কাছে এটা একটা বড় ধাক্কা হয় দাঁড়াতে পারে । ২০২১-এর নির্বাচনকে পাখির চোখ করে প্রচারের ময়দানে নেমে পড়েছে প্রত্যেক রাজনৈতিক দল । গতকালই বিগ্রেডের মাঠে বাম-কংগ্রেসের ঐতিহাসিক জোট সমাবেশ দেখা গেছে । এদিকে আজই তৃনমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে বসতে চলেছেন আরজেডি নেতা তথা লালু পুত্র তেজস্বী যাদবের সঙ্গে । আজ সোমবার এই দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতার মধ্যে বড়সড় আলোচনা বসছে আর তাতেি স্মভবত সিদ্ধান্ত নেওয়া হবে যে আদৌ এঁরা জোটে লড়বেন কিনা । এর আগেও দু’বছর আগে অর্থাৎ লোকসভা ভোটের সময় ব্রিগেড থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বিজেপিকে আক্রমণ করেছিলেন লালুপুত্র ।
আজকের বৈঠকে কথা হতে পারে বিধানসভা নির্বাচনে এই দুই দলের জোট হলে, তার আসন রফা নিয়ে। এর আগেও আরজেডি ও তৃণমূলের বৈঠক হয়। এমনকি ভাইপো আভিষেকের সঙ্গেও কথা হয় আরজেডির । তবে এখনও পর্যন্ত কোন সিদ্ধান্তে আসেননি তাঁরা । তৃণমূলের নজরে আসানসোল, হাওড়া ও কলকাতার একাংশে বসবাসকারী বিহারি ভোটবাক্সের দিকে। আরজেডি পাশে থাকলে, এই ভোট পাওয়া সুবিধা হবে মমতার বলেই মনে করছ্যেন বিশেষজ্ঞরা । এখন দেখার আজকের বৈঠকের পর ফলাফল কোন দিকে এগোয় ।