ফের ঊর্ধ্বমুখী পেট্রোল-ডিজেলের দাম । এম ভারত নিউজ

user
0 0
Read Time:3 Minute, 6 Second

নির্বাচনী ফলপ্রকাশ মিটতে না মিটতে ফের ঊর্ধ্বমুখী পেট্রোল -ডিজেলের দাম। নির্বাচনী ফল প্রকাশ হয়েছে গত ২ মে। আর তারপর থেকেই প্রায় প্রতিদিনই পেট্রোপণ্যের দাম ঊর্ধ্বমুখী। দেশের এই কঠিন পরিস্থিতিতে প্রায়ই প্রতিটি শহরেই করোনা সংক্রমণরোধে নৈশ কারফিউর পাশাপাশি করা হয়েছে আংশিক লকডাউন।

প্রসঙ্গত উল্লেখ্য ,নয়া সরকার ক্ষমতায় আসার পরই ,প্রথম দিন নবান্নে বৈঠকের পর মুখ্যমন্ত্রীর ঘোষণা করেন, বর্তমানে সমস্ত লোকাল ট্রেন বন্ধ থাকবে এবং পরিবহন ব্যবস্থাতেও ৫০% হ্রাস ঘটানো হয়েছে। এমনকি প্রতিটি বাস এবং মেট্রোরেল চলাচল করবে কম সংখ্যক যাত্রী নিয়ে, সেক্ষেত্রে আবারও প্রাইভেট গাড়ি এবং বাইকের প্রয়োজন পড়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। পেট্রোপণ্যের দাম বৃদ্ধিতে আবারও মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ ফুটিয়ে তুলেছে।

কলকাতায় আজ পেট্রোলের দাম লিটার প্রতি ৯১ টাকা ৪১ পয়সা।আজ কলকাতায় পেট্রোলের দাম লিটারপ্রতি ২৭ পয়সা বেড়েছে।ডিজেলের দাম লিটার প্রতি ৮৪ টাকা ৫৭ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটারপ্রতি ৩১ পয়সা।গত চারদিনে পেট্রোলের দাম বেড়েছে ৭৯ পয়সা। এখনও পর্যন্ত গত চারদিনে ডিজেলের দাম বেড়েছে ৯৬ পয়সা।

দিল্লিতে পেট্রোপণ্যের দাম বৃদ্ধির ফলে পেট্রোলের দাম হয়েছে ৯১.২৭ টাকা। ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯১.২৭ টাকা। মুম্বইয়ে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৯৭.৬১ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে বেড়ে হয়েছে ৮৮.৮২ টাকা।

প্রসঙ্গত উল্লেখ্য, মূলত, স্থানীয় কর ও পরিবহন খরচ অনুসারে, দেশের বিভিন্ন প্রান্তে পেট্রোল এবং ডিজেলের দামের এই সামান্য পরিবর্তন ঘটে। মূলত ৫ রাজ্যে নির্বাচন চলাকালীন সেইভাবে দাম বৃদ্ধি করা না হলেও পরবর্তীতে নির্বাচন মিটে গেলেই দামবৃদ্ধির আগাম আভাস দেওয়া হয়। জানতে পারা যায় আমেরিকায় চাহিদার কারণে অপরিশোধিত তেলের দামে এই বৃদ্ধি। আর সেই কারণেই দেশের বিভিন্ন প্রান্তে পেট্রোপণ্যের দাম বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বাড়ছে করোনার ভয়াবহতা, এক দিনে দেশে আক্রান্ত ৪ লক্ষ ১৪ হাজার । এম ভারত নিউজ

ফের বাড়ল করোনা সংক্রমণ। মাঝে বেশ কিছুদিন সংক্রমনের গ্রাফ নিম্নগামী হওয়ায় ,কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ছিল দেশবাসী।তবে আবারও দেশবাসীর ঘুম উড়িয়ে সংক্রমনের গ্রাফ ক্রমশ ঊর্ধ্বগামী। বর্তমানে রাজ্যের পরিস্থিতি ক্রমশ উদ্বিগ্ন করছে রাজ্য প্রশাসনকেও। ইতিমধ্যেই সরকার ক্ষমতায় আসার পর আংশিক লকডাউন চালু করা হয়েছে রাজ্যে। বন্ধ করে দেওয়া হয়েছে লোকাল ট্রেন। […]

Subscribe US Now

error: Content Protected