নির্বাচনী ফলপ্রকাশ মিটতে না মিটতে ফের ঊর্ধ্বমুখী পেট্রোল -ডিজেলের দাম। নির্বাচনী ফল প্রকাশ হয়েছে গত ২ মে। আর তারপর থেকেই প্রায় প্রতিদিনই পেট্রোপণ্যের দাম ঊর্ধ্বমুখী। দেশের এই কঠিন পরিস্থিতিতে প্রায়ই প্রতিটি শহরেই করোনা সংক্রমণরোধে নৈশ কারফিউর পাশাপাশি করা হয়েছে আংশিক লকডাউন।
প্রসঙ্গত উল্লেখ্য ,নয়া সরকার ক্ষমতায় আসার পরই ,প্রথম দিন নবান্নে বৈঠকের পর মুখ্যমন্ত্রীর ঘোষণা করেন, বর্তমানে সমস্ত লোকাল ট্রেন বন্ধ থাকবে এবং পরিবহন ব্যবস্থাতেও ৫০% হ্রাস ঘটানো হয়েছে। এমনকি প্রতিটি বাস এবং মেট্রোরেল চলাচল করবে কম সংখ্যক যাত্রী নিয়ে, সেক্ষেত্রে আবারও প্রাইভেট গাড়ি এবং বাইকের প্রয়োজন পড়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। পেট্রোপণ্যের দাম বৃদ্ধিতে আবারও মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ ফুটিয়ে তুলেছে।
কলকাতায় আজ পেট্রোলের দাম লিটার প্রতি ৯১ টাকা ৪১ পয়সা।আজ কলকাতায় পেট্রোলের দাম লিটারপ্রতি ২৭ পয়সা বেড়েছে।ডিজেলের দাম লিটার প্রতি ৮৪ টাকা ৫৭ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটারপ্রতি ৩১ পয়সা।গত চারদিনে পেট্রোলের দাম বেড়েছে ৭৯ পয়সা। এখনও পর্যন্ত গত চারদিনে ডিজেলের দাম বেড়েছে ৯৬ পয়সা।
দিল্লিতে পেট্রোপণ্যের দাম বৃদ্ধির ফলে পেট্রোলের দাম হয়েছে ৯১.২৭ টাকা। ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯১.২৭ টাকা। মুম্বইয়ে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৯৭.৬১ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে বেড়ে হয়েছে ৮৮.৮২ টাকা।
প্রসঙ্গত উল্লেখ্য, মূলত, স্থানীয় কর ও পরিবহন খরচ অনুসারে, দেশের বিভিন্ন প্রান্তে পেট্রোল এবং ডিজেলের দামের এই সামান্য পরিবর্তন ঘটে। মূলত ৫ রাজ্যে নির্বাচন চলাকালীন সেইভাবে দাম বৃদ্ধি করা না হলেও পরবর্তীতে নির্বাচন মিটে গেলেই দামবৃদ্ধির আগাম আভাস দেওয়া হয়। জানতে পারা যায় আমেরিকায় চাহিদার কারণে অপরিশোধিত তেলের দামে এই বৃদ্ধি। আর সেই কারণেই দেশের বিভিন্ন প্রান্তে পেট্রোপণ্যের দাম বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে।