ভ্যানডার থেকে টিকিট কাটার ঘটনা টি একেবারে নতুন নয় , তবে এতদিন পর্যন্ত তা কেবল মাত্র লোকাল ট্রেনের ক্ষেত্রে চালু ছিল। এখন থেকে এই পরিষেবা পাওয়া যাবে দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রেও। ভেন্ডার স্টলগুলো সাধারণত হাওড়া, শিয়ালদা এবং বড় বড় কয়েকটি স্টেশনের বাইরে দেখতে পাওয়া যায়।

সাধারণত এই সমস্ত স্টেশন গুলির ভিড় এড়াবার জন্য রেল কর্তৃপক্ষের তরফ থেকে এই ভেন্ডার স্টল গুলি বসানো হয়ে থাকে। সাধারণত এই স্টলগুলোতে এতদিন পর্যন্ত লোকাল ট্রেনের টিকিট পাওয়া যেতো, তবে এখন থেকে দূরপাল্লার ট্রেন টিকিট পাওয়া যাবে এই ভেন্ডার স্টলগুলোতে । সম্প্রতি ঘোষণা করেছেন পূর্ব রেল কর্তৃপক্ষ।
তবে সে ক্ষেত্রে নিয়মমাফিক গুনতে হবে কিছু অতিরিক্ত ভাড়া। সাধারণত দূরপাল্লার টিকিটের ক্ষেত্রে এক্সট্রা কুড়ি টাকা দিতে হবে বলে জানা যাচ্ছে, তবে এসি টিকিট এর ক্ষেত্রে সেই মূল্য হয়ে দাঁড়াবে ৩০ টাকা। রেল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে খুশি ভেন্ডার স্টলের মালিকেরা।