প্রথমবারের জন্য সেঞ্চুরি পার করল মহানগরীর পেট্রোলের দাম। গত কয়েকদিন ধরেই পেট্রোপণ্যের দাম ক্রমাগত ঊর্ধ্বগামী। যদিও রাজ্যের অন্যান্য জেলায় ইতিমধ্যেই ১০০ পার করেছিল পেট্রোপণ্যের দাম। পেট্রোপণ্যের দাম বৃদ্ধির দৌড়ে উত্তরবঙ্গের জেলাগুলির পেছনে ফেলে ছিল মহানগরীকে। তবে আজ সেই দৌড়ে বেশ কিছুটা এগিয়ে তিন সংখ্যার ঘরে প্রবেশ করল মহানগরীর পেট্রোপণ্যের দাম। জানা যাচ্ছে ইতিহাসে এই প্রথমবারের জন্য ১০০ পার করল পেট্রোপণ্যের দাম । গতকাল মাঝরাত থেকেই নয়া দাম লাগু করা হয়েছে। মহানগরীতে পেট্রোপণ্যের নয়া দাম ১০০ টাকা ২৩ পয়সা । লিটার প্রতি দাম বৃদ্ধি হয়েছে ৩৯ পয়সা। ডিজেলের দাম লিটার প্রতি বাড়ল ২৩ পয়সা। আজ থেকে ডিজেলের নয়া দাম হয়েছে ৯২ টাকা ৫০ পয়সা।
প্রসঙ্গত উল্লেখ্য, বিধানসভা নির্বাচন ২০২১ এর সুচি প্রকাশের পর থেকেই লাগাতার দু মাস পর্যন্ত পেট্রোপণ্যের দাম বৃদ্ধি হয়নি। তবে নির্বাচন মিটতে না মিটতেই, ক্রমাগত বেড়ে চলেছে পেট্রোপণ্যের দাম। যদিও এই নিয়ে ইতিমধ্যেই দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ দেখিয়েছেন সাধারন মানুষ। তবে তার মধ্যেই ফের দাম বৃদ্ধি করল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা গুলি। যদিও পেট্রোপণ্যের দাম বৃদ্ধি মূলত আন্তর্জাতিক বাজারে পেট্রোপণ্যের দাম এবং রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের করের ওপরেই নির্ভর করে। যদিও এই ঘটনার প্রতিবাদে অভিনব পদ্ধতিতে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র-ছাত্রীরা। গতকাল হাজরা মোড়ে একটি গাড়িকে দড়ি দিয়ে টেনে প্রতিবাদ জানান তাঁরা।