আজই বৈঠকে বসতে চলেছেন দিলীপ -নাড্ডা । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 16 Second

আজই বৈঠকে বসতে চলেছেন দিলীপ ঘোষ এবং জে পি নাড্ডা। যদিও গতকালই হওয়ার কথা ছিল এই বৈঠক। তবে অনিবার্য কারণের জন্য সময়সূচি পরিবর্তন করা হয় এই বৈঠকের । সূত্রের খবর অনুসারে জানতে পারে গেছে ,আজ মুখোমুখি হতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যদি এই নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে বিভিন্ন মতবাদ শুনতে পাওয়া গিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মূলত বঙ্গনির্বাচন ২০২১এ বিজেপির এই হার এবং নির্বাচনের পর দলের বেসুরোদের সংখ্যা ক্রমাগত বেড়ে যাওয়া নিয়েই আজ বৈঠকে বসতে চলেছেন এই দুই স্তরের সভাপতি। প্রসঙ্গত উল্লেখ্য বিজেপির রাজ্য সভাপতিকে কেন্দ্রীয় সরকারের তরফে, দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল । আর সেই নির্দেশ মেনেই শনিবার রাত্রেই দিল্লি উপস্থিত হন তিনি।

গত কয়েকদিন ধরেই রাজ্যে বিজেপির অন্দরমহলে এক বিদ্বেষী রূপ প্রতিফলিত হয়েছে। মূলত কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভায় রদবদলের পরই এই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে । তাই শীর্ষস্তরের বৈঠকের জন্য তড়িঘড়ি ডেকে পাঠানো হয়েছিল দিলীপ ঘোষকে। কিছুদিন আগেই কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সরানো হয় বাবুল সুপ্রিয়কে। আর তারপরই ফেসবুকে পোস্ট করে ইস্তফা দেন তিনি। ওদিকে কিছুটা বিদ্বেষী রূপ নিয়ে কড়া ভাষায় আক্রমণ করছেন সৌমিত্র খাঁও। সব মিলিয়ে দলের অভ্যন্তরীণ কোন্দল নিয়েই আজ বৈঠকে বসতে চলেছেন এই দুই শীর্ষ নেতৃত্ব।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ভ্যাকসিন নিয়ে ফের কেন্দ্রকে খোঁচা রাহুলের ।এম ভারত নিউজ

ভ্যাকসিন নিয়ে কেন্দ্রকে ফের খোঁচা মারলেন রাহুল গান্ধী। কিছুদিন আগেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল দেখতে পাওয়া গেছে। এবার সেই প্রসঙ্গ টেনে রাহুল গান্ধী জানালেন, “মন্ত্রী সংখ্যা বাড়লেও ভ্যাকসিন সংখ্যা বাড়েনি। “করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ের হাত থেকে রক্ষা পেতে কেন্দ্রের ভ্যাকসিন নীতি নিয়ে বরাবরই সরব ছিলেন রাহুল গান্ধী। তবে এবার দেশে গণ […]
politics_104

Subscribe US Now

error: Content Protected