আজই বৈঠকে বসতে চলেছেন দিলীপ ঘোষ এবং জে পি নাড্ডা। যদিও গতকালই হওয়ার কথা ছিল এই বৈঠক। তবে অনিবার্য কারণের জন্য সময়সূচি পরিবর্তন করা হয় এই বৈঠকের । সূত্রের খবর অনুসারে জানতে পারে গেছে ,আজ মুখোমুখি হতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যদি এই নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে বিভিন্ন মতবাদ শুনতে পাওয়া গিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মূলত বঙ্গনির্বাচন ২০২১এ বিজেপির এই হার এবং নির্বাচনের পর দলের বেসুরোদের সংখ্যা ক্রমাগত বেড়ে যাওয়া নিয়েই আজ বৈঠকে বসতে চলেছেন এই দুই স্তরের সভাপতি। প্রসঙ্গত উল্লেখ্য বিজেপির রাজ্য সভাপতিকে কেন্দ্রীয় সরকারের তরফে, দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল । আর সেই নির্দেশ মেনেই শনিবার রাত্রেই দিল্লি উপস্থিত হন তিনি।

গত কয়েকদিন ধরেই রাজ্যে বিজেপির অন্দরমহলে এক বিদ্বেষী রূপ প্রতিফলিত হয়েছে। মূলত কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভায় রদবদলের পরই এই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে । তাই শীর্ষস্তরের বৈঠকের জন্য তড়িঘড়ি ডেকে পাঠানো হয়েছিল দিলীপ ঘোষকে। কিছুদিন আগেই কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সরানো হয় বাবুল সুপ্রিয়কে। আর তারপরই ফেসবুকে পোস্ট করে ইস্তফা দেন তিনি। ওদিকে কিছুটা বিদ্বেষী রূপ নিয়ে কড়া ভাষায় আক্রমণ করছেন সৌমিত্র খাঁও। সব মিলিয়ে দলের অভ্যন্তরীণ কোন্দল নিয়েই আজ বৈঠকে বসতে চলেছেন এই দুই শীর্ষ নেতৃত্ব।