ভবানীপুরেই ভোট দিতে চলেছেন পিকে । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 39 Second

ভবানীপুরের ভোটার তালিকায় নাম রয়েছে ভোট কুশলী প্রশান্ত কিশোরের। ভবানীপুর উপনির্বাচনের সেন্ট হেলেন স্কুলে ২২২ নম্বর পাটের ভোটার হলেন এই ভোট কুশলী। প্রসঙ্গত উল্লেখ্য, বিহারের বাসিন্দা প্রশান্ত কিশোর। তবে বিধানসভা উপ নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের ভোটার হতে দেখা গেল তাঁকে। জানা গিয়েছে ভবানীপুর উপনির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে চলেছেন তিনি। প্রশান্ত কিশোরের ভোটার সিরিয়াল নাম্বার ৯০৫। ভোটার তালিকা অনুসারে তাঁর বয়স ৪৪ বছর, এবং তাঁর বাবার নাম শ্রীকান্ত পান্ডে। যা দেখে ইতিমধ্যেই অবাক হয়েছে বিরোধী পক্ষ। এমনকি এই নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল এবং বিজেপি নেতা রাহুল সিনহা। তাঁর দাবি, চুক্তিভিত্তিক চাকরি করতে এসে পুরোপুরি বাসিন্দা হয়ে গিয়েছেন পিকে। তবে ভবানীপুর উপনির্বাচনের নিজের ভোটাধিকার প্রয়োগের জন্য বিহারের ভোটার তালিকা থেকে নিজের নাম সরাতে হবে তাঁকে । এই কথা মাথায় রেখেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার বার্তা দিয়েছেন রাহুল সিনহা।

আগামী ৩০ শে সেপ্টেম্বর ভবানীপুর উপনির্বাচন। হাইভোল্টেজ এই উপ নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে। আর তার আগেই ভবানীপুর উপ নির্বাচনের ভোটার তালিকা নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। প্রসঙ্গত উল্লেখ্য গত জানুয়ারি থেকে মে মাসের মধ্যেই ভবানীপুরের প্রার্থী হয়েছেন পিকে। নবাগত ভোটার হিসেবে কেন নিজের নাম তুললেন পিকে ? তাহলে কি এর পেছনে বিশেষ কোনও পরিকল্পনা রয়েছে? ইতিমধ্যেই এই নিয়ে প্রশ্ন দানা বেঁধেছে রাজনৈতিক মহলে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় গুলাব, বাতিল হল বেশ কিছু ট্রেন । এম ভারত নিউজ

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘গুলাব’। আর সেই ঘূর্ণিঝড়ের ভূমিধসের আগেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাতিল করা হল বেশকিছু ট্রেন। পাশাপাশি বেশকিছু ট্রেনকে রুট বদলে চালানোর বার্তা দিয়েছেন রেলমন্ত্রক। আইএমডির ঘূর্ণিঝড় সতর্কীকরণ বিভাগ সতর্ক করে বলেছে যে, ঘূর্ণিঝড় ‘গুলাব’ ইতিমধ্যেই গতকাল সন্ধ্যে নাগাদ বঙ্গোপসাগরের উপরে উঠে ঘূর্ণিঝড় ‘গুলাব’-এ পরিণত হয়েছে। যা প্রায় পশ্চিম […]

Subscribe US Now

error: Content Protected