পিকের বিস্ফোরক অডিও – বাংলায় এবার বিজেপির পালেই হাওয়া । এম ভারত নিউজ

user
0 0
Read Time:4 Minute, 28 Second

রাজ্যে চলছে বিধানসভা নির্বাচন| ইতিমধ্যেই তৃতীয় দফার ভোট সম্পন্ন হয়েছে|ভোটের মধ্যেই অডিও ক্লিপ নিয়ে বেশ জল্পনা চলছিল, আবারও রাজ্যের চতুর্থ দফা ভোটের দিন সকালেই চাঞ্চল্যকর অডিও ক্লিপ প্রকাশ্যে আনল বিজেপি।সেই অডিও ক্লিপে তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোরকে বলতে শোনা গিয়েছে, বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমান জনপ্রিয়। ধর্মীয় মেরুকরণ, তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ, মতুয়া ভোট, তফসিলি ভোট-সহ একাধিক ফ্যাক্টর কাজ করছে বিজেপির পক্ষে। ওই অডিও ক্লিপে প্রশান্ত কিশোর বলেছেন, তার সারমর্ম হল বাংলার ভোটে হাওয়া বিজেপির পক্ষেই আছে। যদিও, বিজেপি নেতা অমিত মালব্য এই অডিও ক্লিপ প্রকাশ করেন এদিনই তাঁর কিছুক্ষণের মধ্যেই পিকে পালটা জবাব দিয়েছেন। তাঁর দাবি, আংশিক অডিও ক্লিপ প্রকাশ করা হয়েছে এবং তা নিয়ে জল্পনা কল্পনা করা হচ্ছে|

বিজেপির অমিত মালব্যর প্রকাশ করা অডিও ক্লিপে প্রশান্ত কিশোরকে বলতে শোনা গিয়েছে, “মেরুকরণ, মোদি, হিন্দিভাষী ভোটাররা বাংলার ভোটে ফ্যাক্টর। মোদি এখানে জনপ্রিয়। মতুয়ারা বেশিরভাগ বিজেপিকে ভোট দেবেন। ৭৫ শতাংশ মতুয়া ভোট দেবে বিজেপিকে। বাকি ২৫ শতাংশ ভোট দেবে তৃণমূলকে। তফসিলি ভোটের একটা বড় অংশও পাবে গেরুয়া শিবির। এমনও নয় যে তৃণমূলস্তরে বিজেপির কর্মী নেই। বাম কর্মীরাও বিজেপির হয়ে ভোট করছেন। একটা-দুটো জেলা বাদ দিলে এমন কোনও জায়গা নেই, যেখানে বিজেপির শক্তিশালী সংঠন নেই। বাংলায় সমীক্ষা করলে মনে হবে, বিজেপিই সরকার গড়বে। কারণ বিজেপি সমর্থকদের পাশাপাশি সিপিএমকে যে ১০-১৫ শতাংশ মানুষ ভোট দেবে, তাঁরাও মনে করছে বিজেপি সরকার গড়বে।”

তৃণমূলের ভোটকুশলী পিকে যখন এই মন্তব্য করছেন তখন এক সাংবাদিককে প্রশ্ন করতে শোনা যায়, তাহলে বাংলায় তৃণমূলকে কারা ভোট দেবে? পিকে তার উত্তরে বলেন, “আমি বলেছি হিন্দুদের মধ্যে ৫০-৫৫ শতাংশ ভোটার বিজেপিকে ভোট দেবে…” ঠিক এখানেই বিজেপির অমিত মালব্যর প্রকাশ্যে আনা অডিও ক্লিপটি শেষ হয়ে যায়।অর্থাৎ পুরো অডিও ক্লিপটি প্রকাশ করেনি বিজেপি।বিজেপির প্রকাশ করা আরও একটি অডিও ক্লিপে প্রশান্ত কিশোরকে স্বীকার করতে শোনা গিয়েছে, “বাংলায় দীর্ঘদিন ধরে শুধু সংখ্যালঘু তোষণের রাজনীতি চলেছে। আর সেটাকেই এবার কাজে লাগাচ্ছে বিজেপি। হিন্দুরা বিজেপিকে নিজেদের দল মনে করছে।” তাঁর দাবি, মোদির জনপ্রিয়তা, তৃণমূলের বিরুদ্ধে মানুষের ক্ষোভ, মেরুকরণ এবং বিজেপির সংগঠন বাংলার ভোটে বড় প্রভাব ফেলতে পারে|যদিও, অমিত মালব্য এই অডিও ক্লিপ প্রকাশ করার কিছুক্ষণ পরই সংবাদসংস্থা এএনআইকে পিকে জানান,“আমার ভাল লাগছে যে বিজেপি নিজেদের নেতাদের কথার থেকে আমার একটা ক্লাবহাউস চ্যাটকে বেশি গুরুত্ব দিচ্ছে। আমার কথোপকথনের আংশিক অডিও প্রকাশ করছে বিজেপি। ওঁদের বলব, পারলে পুরো ক্লিপটা প্রকাশ করুন”|

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

হাওড়ায় উদ্ধার বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ । এম ভারত নিউজ

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ভোটের দিন সকালেই উলুবেড়িয়ায় এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হল তার বাড়ি থেকে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই সেখানকার স্থানীয় বিজেপি কর্মীরা সেই বাড়ির আশেপাশে ভিড় করতে শুরু করে। যদিও এখনো ওই ব্যক্তির মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হয়নি। তবুও বিজেপি কর্মীরা এই ঘটনার জন্য তৃণমুলকেই দায়ী করছেন। […]

You May Like

Subscribe US Now

error: Content Protected