বিষ খাইয়ে হত্যার ছক! হাসপাতালে দাউদ ইব্রাহিম। এম ভারত নিউজ

admin

কড়া নিরাপত্তার ঘেরাটোপে হাসপাতাল চত্ত্বর

0 0
Read Time:2 Minute, 42 Second

বিষ খাইয়ে হত্যার পরিকল্পনা। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মুম্বই ধারাবাহিক বিস্ফোরণের মূল চক্রী দাউদ ইব্রাহিম। আগে থেকে একাধিক শারীরিক সমস্যয় ভুগছিলেন দাউদ। সূত্রের খবর, দু’দিন আগে পাকিস্তানের একটি হাসাপাতলে ভর্তি করা হয়েছে দাউদ’কে। কড়া নিরাপত্তার ঘেরাটোপে হাসপাতাল চত্ত্বর। মোতায়েন হয়েছে পুলিশ। হাসপাতালের যে তলে তাঁকে রাখা হয়েছে, সেখানে দাউদ ছাড়া আর কোনও রোগী নেই বলে জানা গিয়েছে। হাসপাতালের শীর্ষস্থানীয় কর্তা ও পরিবারের ঘনিষ্ঠ সদস্য ছাড়া ওই তলে বাকি কারও প্রবেশ নিষিদ্ধ।

উল্লেখ্য, পাকিস্তান অফিসিয়ালি কোনও দিন স্বীকার না করলেও ভারতের ‘মোস্ট ওয়ানটেড’ সন্ত্রাসী দাউদ ইব্রাহিম দীর্ঘ সময় ধরে পাকিস্তানেই থাকেন। শুধু তাই নয়, দাউদের মেয়ে মাহরখ ইব্রাহিমের সঙ্গে বিয়ে হয়েছে ক্রিকেটার জাভেদ মিয়াদাঁদের ছেলে জুনেইদ মিয়াদাঁদের।

প্রসঙ্গত, ১৯৯৩ সালে মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণের মূল চক্রী ছিলেন দাউদ। ঘটনার পর দেশ ত্যাগ করেন তিনি। শেল্টার নেয় দুবাই’য়ের একটি আবাসনে। এরপর ঘাঁটি তৈরি করেন পাকিস্তানে। পাওয়া খবর অনুযায়ী, সেখানেই এখন সপরিবারে থাকেন দাউদ। তাঁর বিরুদ্ধে ভারতে জঙ্গি হামলা, খুন, অপহরণ, সুপারি কিলার, সংগঠিত অপরাধ, মাদক, অস্ত্র চোরাচালানের মতো একাধিক মামলা রয়েছে। ২০০৩ সালে দাউদ’কে বিশ্বব্যাপী জঙ্গি তকমা দেওয়া হয়েছিল। ২০১১ সালে তাঁকে এফবিআই ও ফোর্বসের একটি তালিকায় বিশ্বের তৃতীয় মোস্ট ওয়ানটেড পলাতক অপরাধী হিসেবে ঘোষণাও হয়।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ভয়াবহ ভূমিকম্প চীনে, মৃত ১১১! এম ভারত নিউজ

এরপর আফটার শক হয় বেশ কয়েকটি জায়গায়

You May Like

Subscribe US Now

error: Content Protected