ফের আতঙ্ক ছড়াচ্ছে নিপা ভাইরাস । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 58 Second

দেশে একটার পর একটা সংক্রমনের ঢেউ। ২০১৮ সালে ভারতে নিপা ভাইরাসের আতঙ্ক গ্রাস করেছিল মানুষকে। সবথেকে খারাপ অবস্থা ছিল কেরলের। মৃত্যু হয়েছে শতাধিক রোগীর। আবার নতুন করে নিপা ভাইরাসের সংক্রমণ লক্ষ করা যাচ্ছে দেশজুড়ে। উৎসস্থল সেই কেরল। সেখানে প্রতিদিন হুহু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা।চিকিৎসকরা জানাচ্ছেন, বাদুড়ের লালা থেকে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। করোনার মতোই এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির দেহে সংক্রমিত হয়। কয়েকদিন আগেই কেরলে এক ১২ বছরের কিশোর ভাইরাসের বলি হয়েছেন। বিশেষজ্ঞদের মত পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে আবার মহামারী আকার ধারণ করতে পারে নিপা।

চিকিৎসকরা জানাচ্ছেন এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পাঁচ থেকে চোদ্দ দিনের মধ্যেই উপসর্গ দেখা দেয়। জ্বর, মাথা ব্যাথা, গা গুলিয়ে ওঠা,প্রাথমিক লক্ষণ। ধীরে ধীরে কাশি,ঝাপসা দৃষ্টি,মৃগী রোগ ইত্যাদি উপসর্গ চোখে পড়ে। সবথেকে ভয়ের কারণ, রোগীকে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যেতে হবে নতুবা ব্রেন ফিভারে আক্রান্ত হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। কেরলের স্বাস্থ্য সচিব জানাচ্ছেন ইতিমধ্যে আরও ২ জন ভাইরাসের কবলে পড়েছেন। বিশেষ দলভিত্তিক চিহ্নিতকরনের কাজ চলছে। আক্রান্তদের নিভৃতবাসে রাখা হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

নিউজিল্যান্ড লীনমল হামলাকারীর নাম প্রকাশ শ্রীলঙ্কান পুলিশের । এম ভারত নিউজ

নিউজিল্যান্ডের লীনমল হামলার ঘটনায় হামলাকারীর নাম প্রকাশ করল শ্রীলঙ্কান পুলিশ। জানা যাচ্ছে এই হামলার পিছনে ছিল, আহমেদ মহম্মদ সামসুদ্দিন। তিনি শ্রীলঙ্কার কাঠগুড়ির বাসিন্দা। জানা যাচ্ছে শ্রীলংকার এই কাঠগুড়ি এলাকাটি মুসলিমদের মৌলবাদের কেন্দ্র হিসেবে পরিচিত । প্রসঙ্গত উল্লেখ্য, শ্রীলঙ্কান এই লীনমল হামলার ঘটনায় ৭ জন আহত হয়েছিলেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা […]
abroad_1571

Subscribe US Now

error: Content Protected