কালীপুজোয় অশান্তি রুখতে তৎপর পুলিশ। বাড়ছে নজরদারি। উৎসবের মরশুমে কোনও রকম অপ্রীতিকর ঘটনা রুখতে সামাজিক মাধ্যমে কড়া নজরদারি চালাচ্ছেন রাজ্যের গোয়েন্দারা। ইতিমধ্যেই নিজেদের ইন্টেলিজেন্স ইউনিটকেও সতর্ক করেছে লালবাজার। কালীপুজো নিয়ে উদ্যোক্তাদের সঙ্গে ধনধান্য অডিটোরিয়ামে বৈঠক করেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা। হাজির ছিল দমকল, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, সিইএসসি ও কলকাতা পুরসভা।
বৈঠক শেষে সিপি বলেন, ‘কালীপুজো ও দীপাবলিতে অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলে আমরা আশাবাদী। তবুও আমরা সতর্ক রয়েছি। গত কয়েকদিন ধরে কিছু কিছু ঘটনা আমরা দেখছি। ইতিমধ্যে সমাজমাধ্যমে নজরদারি চালিয়ে অনেক কিছু পর্যবেক্ষণ করা হয়েছে। সেসব ব্যাপারে এখনই বিস্তারিত কিছু বলতে চাইছি না। কলকাতা পুলিশের সমস্ত ইউনিটকে সেসব ব্যপারে সতর্ক করা হয়েছে। আমাদের ইন্টেলিজেন্স শাখাকে আরও সক্রিয় করা হয়েছে। কোথাও বিশৃঙ্খলার খবর পেলে পুলিশ দ্রুত পদক্ষেপ নেবে।’