নবান্নে বৈঠক শেষে কি জানালেন বিনয় তামাং, জেনে নিন । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 35 Second

বিমল গুরুং কে ? কেন তাকে এতো গুরুত্ব দেওয়া হচ্ছে। মঙ্গলবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিনয় তামাং। রাজনৈতিক বিষয়ে আলোচনা প্রসঙ্গে বিনয় তামাং আরো জানান, আমরা চাই শান্তি থাকুক পাহাড়ে। এদিন বিমল গুরুং প্রসঙ্গে বিনয় আরোও বলেন, বিমল গুরুংয়ের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সব মামলা বর্তমানে বিচারাধীন। কেউ বিচারের উর্ধ্বে নয়। আমাদের বিরুদ্ধেও মামলা আছে আমরা বিচার ব্যবস্থাকে সম্মান করি। কিন্তু বিমল গুরুং বিচার ব্যবস্থাকে সম্মান করে না। তবে বিমলের সঙ্গে এক সমাবেশে থাকতে যে নারাজ তা আরও একবার পরিস্কার করে দেন বিনয়।

সঙ্গে তিনি বলেন, দেশের নাগরিক হিসাবে গুরুংকে তাঁর বাড়িতে যাওয়ার কথা বলতেই পারে কিন্তু পাহাড়ের শান্তি যেন নষ্ট না হয়। এদিন ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, `আমি বিমল গুরুংয়ের নাম শুনতে শুনতে ক্লান্ত। এই পরিপ্রেক্ষিতে জিটিএ চেয়ারম্যান অনীত থাপা জানান, সিঙ্কনা প্ল্যান্টেশন নিয়ে মূল আলোচনা হয়েছে নবান্নে। এই বিষয়ে মুখ্যসচিবের সঙ্গে কথা হয়েছে। সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছেন বলে দাবি করেন অনীত থাপা। গোর্খাল্যান্ড ইস্যুতে অনীত থাপা বলেন, পাহাড়ের সব মানুষ চায় গোর্খাল্যান্ড। এটা আমাদের মা। কিন্তু রাজনৈতিক নেতারা এটাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে। তবে এদিনের সাংবাদিক সম্মেলনে বিনয় তামাং আশ্বস্থ করে জানান, আগামী বিধানসভা নির্বাচনে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর সঙ্গে থাকবেন বলেও দাবি বিনয়ের।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ই-রিক্সা এবার উবর অ্যাপে । এম ভারত নিউজ

এবার থেকে মোবাইল অ্যাপের মাধ্যমে বুক করা যাবে টোটো রিক্সা। ভারতে টোটো পরিষেবা নিয়ে হাজির হল অ্যাপ ভিত্তিক ক্যাব সংস্থা Uber। ফলে সাধারণ মানুষের সময় এবং অর্থ দুটোই সাশ্রয় হবে বলেই দাবি সংস্থার। সেইসঙ্গে দূষণও কমবে। মঙ্গলবার থেকে Uber-এ এই টোটো পরিষেবা চালু হয়েছে। তাদের এই নতুন পরিষেবার জন্য প্রথম […]

You May Like

Subscribe US Now

error: Content Protected