মাসের শুরুতেই বড় ধাক্কা , দাম বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 4 Second

মাসের শুরুর দিনেই বড় ধাক্কা মধ্যবিত্তদের জন্য।পেট্রোল- ডিজেলের পাশাপাশি এবার দাম বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের। ভর্তুকিহীন রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি দাম বাড়ল ২৫.৫০ টাকা । করোনাকালে মহামারীতে গ্যাসের এইরূপ দাম বৃদ্ধিতে স্বভাবতই চিন্তার ভাঁজ কপালে পড়েছে মধ্যবিত্তের। কলকাতায় ১৪.২ লিটারের ভর্তুকিহীন গ্যাসের দাম বৃদ্ধি হওয়ায় নয়া দাম হল ৮৬১টাকা । অন্যদিকে বাণিজ্যিক সিলিন্ডারের ক্ষেত্রে সিলিন্ডার প্রতি দাম বৃদ্ধি হল ৭৬ টাকা। ফলে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম, ১৬২৯ টাকা। সে কারণে রীতিমতো চিন্তায় পড়েছেন রেস্টউরেন্টের মালিক এবং অন্যান্য খাদ্য সামগ্রী বিক্রেতারা।

কলকাতাসহ রাজধানীতেও দাম বৃদ্ধি হয়েছে রান্নার গ্যাসের। রাজধানীতে ১৪.২লিটার ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম২৫.৫০ টাকা বাড়ল। ফলে নয়া দাম হয়েছে ৮৩৪.৫০ টাকা। প্রসঙ্গত উল্লেখ্য , রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির তরফ থেকে প্রতি মাসের পয়লা তারিখে মূল্য সংশোধন করা হয়ে থাকে। জানা যাচ্ছে ,গত পহেলা মে থেকে কোনরকম দাম বৃদ্ধি হয়নি রান্নার গ্যাসের ক্ষেত্রে, বরং তার আগে এপ্রিলের শুরুতে সিলিন্ডার পিছু দাম হ্রাস হয়েছিল ১০ টাকা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বিধিনিষেধ শিথিল হলেও বাসের দেখা নেই মহানগরীতে , হয়রান নিত্যযাত্রীরা । এম ভারত নিউজ

রাজ্যে শুরু হল আনলক ফেস ওয়ান! করোনাকালে লাগু করা বিধি-নিষেধে নিয়ে আসা হল শিথিলতা। তবে তার পরেও মহানগরীর চিত্রটা খুব একটা রূপ পরিবর্তন করতে পারেনি। মুখ্যমন্ত্রীর নয়া ঘোষণা অনুসারে আজ থেকেই রাজ্যের সমস্ত সরকারি-বেসরকারি এবং মিনিবাস গুলি চালানোর কথা রয়েছে। জানা গিয়েছিল ৫০% যাত্রী নিয়ে চালানো যাবে বাস গুলি। ফলতই […]
state_10

Subscribe US Now

error: Content Protected