আর হাতে মাত্র ১ দিন বাকি। অবশেষে ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে বহুদিনের প্রতীক্ষিত টোকিও অলিম্পিক্স ২০২১। ভারত থেকে এবারে ১২০ জন অ্যাথিলিট অংশ নিচ্ছেন অলিম্পিক্সে। ৬৭ জন পুরুষ ও ৫৩ জন মহিলা ইতিমধ্যেই উড়ে গিয়েছেন টোকিওতে। সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে অ্যাথিলিটরা অংশ নিয়েছেন অলিম্পিক্সে , দলে রয়েছেন ৩ বঙ্গসন্তান। পশ্চিম মেদিনীপুরের পিংলা থেকে প্রণতি নায়েক অংশ নিচ্ছেন মহিলা জিমন্যাস্টিক বিভাগে। পুরুষ আর্চেরি বিভাগে অংশ নিচ্ছেন বরানগরের অতনু দাস। এবং টেবিল টেনিসের মহিলা বিভাগে অংশ নিচ্ছেন নৈহাটির সুতীর্থা মুখার্জি। ১২০ জন ভারতীয় অ্যাথিলিটের দিকেই পদক জয়ের জন্য গোটা দেশ তাকিয়ে আছে।তারই মাঝে কিছুটা আশায় বুক বাঁধছে বঙ্গবাসী।
দেখে নিন অলিম্পিক্সে অংশগ্রহণকারী ৩ বঙ্গসন্তানের সময়সূচী :
প্রণতি নায়েক : আর্টিস্টিক জিমন্যাস্টিক মহিলা বিভাগের যোগ্যতা অর্জন পর্বের প্রতিযোগিতা শুরু হচ্ছে আগামী ২৫ শে জুলাই অর্থাৎ রবিবার সকাল ৬:৩০ থেকে।যোগ্যতা অর্জন পর্বে বাছাই সম্পূর্ণ হলে ফাইনাল রাউন্ডে মহিলা বিভাগের আর্টিস্টিক জিমন্যাস্টিকের সমস্ত ইভেন্টর খেলা শুরু হবে ২৯ জুলাই থেকে, চলবে ৩ আগস্ট পর্যন্ত।

অতনু দাস : আর্চেরি পুরুষ বিভাগের যোগ্যতা অর্জনের বাছাইপর্ব শুরু হচ্ছে আগামী ২৩শে জুলাই অর্থাৎ শুক্রবার সকাল ৯:৩০ থেকে। ২০১৯ এর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ২ টি গোল্ড মেডেল নিজের নামে করেছিলেন তিনি।

সুতীর্থা মুখার্জি : টেবিল টেনিসে মহিলা বিভাগের প্রথম রাউন্ডে সুইডেনের লিন্ডা বার্গস্ট্রোমের বিপরীতে ২৪ জুলাই বিকাল ৫ঃ৩০ এ খেলতে নামছেন সুতীর্থা মুখার্জি । সিঙ্গেলসে প্রথম রাউন্ডে কোয়ালিফাই হলে ফাইনাল রাউন্ডের খেলা চলবে আগামী ৩ আগস্ট পর্যন্ত।
