1
0
Read Time:1 Minute, 7 Second
সোমবার বিশ্বভারতীর কোর্ট বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় এবছর শান্তিনিকেতনে হবেনা পৌষ মেলা । মোট ৯০ জন কোর্ট সদস্যের মধ্যে এদনের বৈঠকে উপস্থিত ছিলেন ৭০ জন । যাঁদের মধ্যে বশিরভাগ সদস্যই মেলা না করার পক্ষেই নিজের সিদ্ধান্ত জানিয়েছেন বলেই জানানো হল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে । কোভিডি পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত । এই নিয়ে মোট তিনবার বন্ধ হল পৌষ মেলা । অন্যদিকে বোলপুর ব্যবসায়ী সমিতির বক্তব্য মেলা প্রাঙ্গনে প্রাচীর দেওয়ার ঘটনাকে কেন্দ্র করেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্বভারতী । কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে মেলা না হলেও আশ্রমিকদের পৌষ উৎসব করা হবে রীতি মেনেই ।