জাতীয় সংগীতে অংশগ্রহণের জন্য ভাঙ্গা পায়ে উঠে দাঁড়ালেন মমতা । কিছুদিন আগেই বিধানসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে নন্দীগ্রামে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই দুদিন ছিলেন রীতিমতো তারপর গাড়িতে দরজা খুলে বসে সাধারন মানুষের সঙ্গে কথা বলছিলেন তিনি । ওখান থেকেই পায়ে আঘাত প্রাপ্ত হয়ে, হাসপাতালে ভর্তি হন।
হাসপাতাল কর্তৃপক্ষ তরফ থেকে জানানো হয়েছিল তাঁর পায়ের গোড়ালিতে চিড় ধরেছে।
বেশ কয়েকটি কর্মসূচিতে তাঁকে হুইল চেয়ারে দেখতে পাওয়া গেছে । এখনো পর্যন্ত তবে আজকের নন্দীগ্রামের কর্মসূচিতেই জাতীয় সংগীত গাওয়ার সময় নিজস্ব সহযোগী এবং গার্ডের সহযোগিতায় উঠে দাঁড়ান তিনি। তারপর জাতীয় , সংগীতের সুর মেলান তিনি। বেশ কিছু দিন পর্যন্ত হুইলচেয়ারে করেই খেলা হবে বলেই সম্প্রচার করে বেড়াচ্ছিলেন । আজ নন্দিগ্রামের মাটিথেকে উঠে দাড়াতে দেখা গেল তাঁকে।