এবারেও আইপিএলের শুরুটা একেবারেই ভাল হল না চেন্নাই সুপার কিংস এর জন্য। নিজেদের প্রথম ম্যাচে চেন্নাইকে ৭ উইকেটে হারতে হলো গত মৌসুমের রানার্স আপ দিল্লি ক্যাপিটালস-এর কাছে। এদিন ম্যাচে প্রথমে ব্যাট করে সাত উইকেট হারিয়ে ১৮৮ রান করে ধোনির দল। মূলত রায়না, মঈন আলি, জাদেজা, স্যাম কারান, রায়ডুদের ব্যাটে ভর করে ১৮৯ রানের লক্ষ্যমাত্রা দিল্লির সামনে রাখে চেন্নাই। যদিও এদিনকার ম্যাচে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি দুই বল খেলে কোন রান করতে পারেননি, আভেশ খানের বলে ০ রানেই প্যাভিলিয়নে হয় তাকে ।
চেন্নাইয়ের এই রানের জবাবে ওপেনিং জুটিতে বেশ ভালো শুরু করে দিল্লি। মাত্র তিন উইকেট হারিয়ে ৮ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় তারা, সৌজন্যে পৃথ্বী শ-র ৩৮ বলে ৭২ ও শিখর ধাওয়ানের ৫৪ বলে ৮৫ রানের ইনিংস।
এই ম্যাচে ব্যাটের পাশাপাশি অধিনায়কত্বের দিক দিয়েও শুরুটা বেশ খারাপ হল মহেন্দ্র সিং ধোনির। এ দিন স্লো ওভার রেটের জন্য জরিমানার সম্মুখীনও হতে হয় তাকে। প্রথম ম্যাচে এরূপ ধাক্কা মহেন্দ্র সিং ধোনি তথা চেন্নাই সুপার কিংস এর কাছে এক বেশ বড়সড় আঘাত। এখন মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে এই আঘাত কিভাবে কাটিয়ে উঠতে পারে চেন্নাই সুপার কিংস, সেটাই দেখার।