৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে, নয়া ঘোষণা করল রেল মন্ত্রক। আগামী বছর ৭৫ তম স্বাধীনতা দিবসের আগেই ভারতে মোট ১০টি বন্দে ভারত চালানো হবে বলে জানানো হয়েছে, রেল মন্ত্রকের তরফে। মূলত স্বাধীনতা দিবস উদযাপনকে উদ্দেশ্য করেই ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের পরে রেল মন্ত্রী হিসেবে ক্ষমতায় এসেছেন, অশ্বিনী বৈষ্ণব। নয়া রেলমন্ত্রী তাঁর বিবৃতিতে জানিয়েছেন ,আগামী দিনে এই সমস্ত প্রকল্পটি খতিয়ে দেখবেন তিনি। পরবর্তীতে এই প্রকল্পটির বাস্তবায়ন গুরুত্বপূর্ণ ভূমিকাও নেবেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, বন্দে ভারত ট্রেন ভারতের মোট ১০টি শহরকে সংযুক্ত করবে বলে জানা গিয়েছে। ‘বন্দে ভারত’ দেশে তৈরি একটি উচ্চতর গতির ট্রেন। এমনকি এই ট্রেনটি চালানোর জন্য কোন রকম কোন ইঞ্জিনের প্রয়োজন পড়বে না ।

২০১৯ সালে সর্বপ্রথম এই রেলটি চালু করা হয়। হায়দ্রাবাদের ইঞ্জিনিয়ারিং সংস্থা ‘মেধা’ এই রেলটি নির্মাণ করে। প্রসঙ্গত উল্লেখ্য গত ফেব্রুয়ারিতে এই সংস্থার সঙ্গে এই ট্রেন নিয়ে চুক্তি করা হয়েছিল কেন্দ্র সরকারের তরফে। আপাতত দুটি পথে চালানো হবে এই বন্দে ভারত ট্রেন পরিষেবা । যার মধ্যে একটি দিল্লী থেকে বারাণসী ও অপরটি দিল্লি থেকে কাটরা।