1
0
Read Time:1 Minute, 15 Second
মাদক মামলায় গ্রেফতার প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার স্ত্রী। জুহুতে তাঁদের বাড়ি থেকে উদ্ধার হয়েছে গাঁজা। রবিবার ফিরোজকেও সমন পাঠানো হয়েছিল। কিন্তু তিনি হাজির হননি। এনসিবি সূত্রে খবর, ‘মাদক আইনের (নারকোটিক্স ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবসট্যান্স) আওতায় ফিরোজ নাদিয়াদওয়ালার স্ত্রী’কে গ্রেফতার করা হয়।
ওয়াহিদ আবদুল কাদির শেখ ওরফে সুলতানের থেকে সেই গাঁজা নেওয়া হয়েছিল বলে জানান তদন্তকারী আধিকারকিরা।তাঁরা বলেন, ‘মাদক আইনের ৬৭ ধারায় ফিরোজ নাদিয়াদওয়ালার স্ত্রী শাবানা সইদকে নোটিশ জারি করা হয়েছিল। বয়ান রেকর্ডের পর তাঁকে গ্রেফতার করা হয়েছে।’ফিরোজ ‘ফির হেরা ফেরি’, ‘ফুল অ্যান ফাইনাল’, ‘আন : মেন অ্যাট ওয়ার্ক’, ‘ওয়েলকাম’-এর মতো সিনেমার প্রযোজনা করেছেন।