নিজে একজন ব্যস্ততম ব্যবসায়ী নিখিল জৈন। তা সত্ত্বেও স্ত্রীর কথা ভোলেননি তিনি। সাংসদ, অভিনেতা স্ত্রী-র ঝুলিতে ঢুকল ২০তম ছবি। সেই আনন্দে মাত্র ৪ দিনের মধ্যে নিখিল জৈন স্ত্রীর জন্য বানিয়ে ফেললেন নতুন ডিজাইনের শাড়ি। আর বরের ডিজাইন করা শাড়ি পড়ে অংশুমান প্রত্যুষের ছবি ‘এসওএস কলকাতা’র প্রিমিয়ারে হাজির হন নুসরত। সঙ্গী ছিলেন নিখিল।
সমুদ্র সবুজ জমিনে গাঢ় রানি রঙে নিখিল ফুটিয়ে তুলেছেন নুসরতের ২০টি ছবির চরিত্রের নাম। অর্গ্যাঞ্জায় ফ্লোরাল মোটিফের সঙ্গে মিলেমিশে একাকার নিখিলের পত্নীপ্রেম!নুসরত শাড়ির সঙ্গে মিলিয়ে পরেছিলেন রানি রঙা বুফো হাতা ডিজাইনার ব্লাউজ। সবার আগে নজর কেড়েছে পুজো রিলিজ ছবির চরিত্রের নাম, ‘আমান্ডা’। রয়েছে ‘স্মিতা’, ‘রুদ্রাণী’-সহ আরও ১৮টি নাম। ‘এসওএস কলকাতা’ ছবিতে নুসরত জাহানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন যশ দাশগুপ্ত, মিমি চক্রবর্তী। এই ছবি দিয়েই প্রযোজনার দুনিয়ায় পা রাখলেন এনা সাহা।