প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফল । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 58 Second

অবশেষে প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল । করোনা আবহে পরীক্ষা না হওয়া সত্ত্বেও উচ্চ মাধ্যমিকে পাশের হার ৯৭.৬৯ শতাংশ । সর্বোচ্চ প্রাপ্ত নাম্বার ৪৯৯। প্রসঙ্গত উল্লেখ্য দুদিন আগেই ফল প্রকাশ হয়েছিল মাধ্যমিকের। সেক্ষেত্রে পাশের হার দেখা গেছিল ১০০%। যদিও করোনা পরিস্থিতিতে পরীক্ষার না হলেও সম্পূর্ণ শতাংশের ছেলেমেয়েরা উত্তীর্ণ হতে পারেননি উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। ছেলেদের পাশের হার ৯৭ শতাংশের উপরে। মেয়েদের ক্ষেত্রেও তাই। এই প্রসঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে মহুয়া দাস জানান,” মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করেই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা হয়েছে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা দিতেই এবছর পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। “

প্রসঙ্গত উল্লেখ্য, বেশকিছু বিদ্যালয় তরফ থেকে পাঠানো একাদশ শ্রেণির নথিতে সমস্যা দেখতে পাওয়া গিয়েছে । তবে বেশিরভাগ স্কুলগুলি নিজেদের নির্ভুল নথি পাঠিয়েছে শিক্ষা সংসদের কাছে। সেক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম মেনে কোন ছাত্র-ছাত্রী যদি নিজের ফলাফলের সঙ্গে খুশি না হয়, সেক্ষেত্রে তাঁর জন্য ব্যতিক্রমী ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানানো যাচ্ছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এম ভারত নিউজ

লক্ষীর ভান্ডার প্রকল্পের বাস্তবায়নের পূণ্য চিত্র আঁকলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতায় আসার পর থেকে একের পর এক বড় বড় প্রকল্পের বাস্তবায়ন ঘটিয়ে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ভোট পূর্ববর্তী পরিস্থিতিতে প্রচারে গিয়ে আরও দুটি বৃহত্তর প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে একটি হল “লক্ষীর ভান্ডার”। তবে “লক্ষীর ভান্ডার” প্রকল্পের […]
state_293

Subscribe US Now

error: Content Protected